শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » বৃষ্টি নামুক বুকের জমিনে
বৃষ্টি নামুক বুকের জমিনে
বিপুল চন্দ্র রায়
![]()
আকাশে মেঘের লুকোচুরি খেলা
সাদা মেঘের বিষণ্ণতা।
যখন তাপদহন চারদিক তখন
অভিমানী বাতাসও নিশ্চুপ।
গাছের পাতা নড়েনা,
পবন বায়ু কথা বলেনা।
মাঠ-ঘাট-পথ খাঁ খাঁ ,
বুকের জমিন ফেটে চৌচির।
আসুক কালবৈশাখী ঝড়,
ঝড়ুক বৃষ্টি অনাবিল সুখে।
বৃষ্টি নামুক বুকের জমিনে,
শান্ত হোক তৃষ্ণা কাতর হাজারো বুক।
বিষয়: #জমিন #নামুক #বুকে #বৃষ্টি




অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের স্নিগ্ধ দহন
ক্লান্ত পথের স্নিগ্ধ সু-গন্ধি
গেম ছাড়ো বই পড়ো
