বুধবার ● ১২ জুন ২০২৪
প্রথম পাতা » বানিয়াচং » হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূমিসেবা সপ্তাহ উদযাপন।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূমিসেবা সপ্তাহ উদযাপন।।
আকিকুর রহমান রুমন:-
স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক এই শ্লোগান কে প্রতিপাদ্য করে হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূমিসেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
১২ জুন(বুধবার) দুপুর ১টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
প্রধান অতিথি হিসেবে ভূমিসেবা সপ্তাহ উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো: সাইফুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া শাহেদ,যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউন উল্লা,উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃসাইফুল ইসলাম সিদ্দিকী,সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার ও স্হানীয় সংবাদকর্মীগন।
সভায় সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জানান, ভূমিসেবা দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে মিউটেশন করার জন্য বানিয়াচং উপজেলা ভূমি অফিস হবিগঞ্জ জেলার মধ্যে এগিয়ে রয়েছে।
বানিয়াচংয়ে মাত্র ১৪ দিনে মিউটেশন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, যারা ভূমি অফিসের বিভিন্ন দায়িত্বে রয়েছেন আপনাদের আরও দায়িত্বশীল হয়ে সাধারণ মানুষের জন্যে কাজ করতে হবে।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শীতার কারণে দেশ বিভিন্নভাবে এগিয়ে গেছে।
এইক্ষেত্রে ভূমিসেবার মান ও উন্নত হয়েছে।
মানুষকে এখন আর হয়রানি পোহাতে হয়না।
বিষয়: #বানিয়াচং




পলাতক আসামী ইউপি চেয়ারম্যান মঞ্জু কুমার দাস গ্রেফতার
হবিগঞ্জের বানিয়াচংয়ে মাসের ভিতরে ২য় বার ধ্বসে পড়লো কোটি টাকা ব্যয়ে নির্মিত উপজেলা মডেল মসজিদের ছাঁদ!
হবিগঞ্জের বানিয়াচংয়ে মাসের ভিতরে ২য় বার ধ্বসে পড়লো কোটি টাকা ব্যয়ে নির্মিত উপজেলা মডেল মসজিদের ছাঁদ!
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৮বছর বয়সী শিশু তামিম নিখোঁজের ৯ঘন্টা পর পুকুরে মিললো মরদেহ।।
শীর্ষ মাদক সম্রাট সাইদুল হক সেনাবাহিনীর হাতে গ্রেফতার
হবিগঞ্জের বানিয়াচংয়ে এসএসসি পরিক্ষার্থী অপহরণের আড়াই মাস পর উদ্ধার। অপহরনকারীকে গ্রেফতার করে র্যাব।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯মার্ডার মামলার পলাতক আসামী পালিয়েছে হাতকড়া নিয়ে…
গ্রেফতার আতংকে পুরুষ শূন্য গ্রাম!
সাজুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর।। হবিগঞ্জে স্কুল ছাত্র জনি হত্যার গ্রেপ্তারকৃত আসামীর উপর হামলা।।
হবিগঞ্জে বানিয়াচংয়ের এসএসসি পরীক্ষার্থী চাঞ্চল্যকর জনি হত্যার ৩দিন পর একজনকে আটক করলো পুলিশ।।
