মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » দৌলতপুর (কুষ্টিয়া) » দৌলতপুর বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামের একটি বাঁশঝাড় থেকে সিয়াম নামের কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
দৌলতপুর বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামের একটি বাঁশঝাড় থেকে সিয়াম নামের কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
খন্দকার জালাল উদ্দীন :
![]()
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামের একটি বাঁশঝাড় থেকে সিয়াম (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সেহালা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সিয়াম মধুগাড়ী গ্রামের বাসিন্দা, স্থানীয় মুরগি ব্যবসায়ী ও এলাকার মসজিদের মোয়াজ্জেম শিপুল আলীর ছেলে। সিয়াম গোয়ালগ্রাম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় কিছু কৃষক ফসলের মাঠে যাওয়ার সময় বাঁশঝাড়ের মধ্যে উপড় হয়ে সিয়ামের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহত সিয়ামের বাবা শিপুল আলী বলেন, সোমবার বিকাল ৫টার দিকে সিয়াম বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, সেহালা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিষয়: #ইউনিয়নের #দৌলতপুর #বোয়ালিয়া




দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা,বিজিবির বাধায় পতাকা বৈঠকে ফেরত
কুষ্টিয়া-১ (দৌলতপুর) গণ অধিকার পরিষদের দলীয় প্রার্থী হিসেবে শাহাবুল মাহমুদ মনোনয়নপত্র সংগ্রহ
দৌলতপুরে বিএনপি’র মনোনয়ন ফরম সংগ্রহ করেন ধানের শীষের মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা
দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
দৌলতপুর পাকিস্তানী হানাদার মুক্ত দিবস আজ
আজ বীর মুক্তিযোদ্ধা শহীদ রফিকুল আলমের ৫৪ তম মৃত্যু বার্ষিকী
দৌলতপুর মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামে এক যুবককে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা
দৌলতপুরে ৪৭ বিজিবি জামালপুর বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে
দৌলতপুরে ভাদালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরিফার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
