মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে লেবার পার্টির গভীর শোক ও সমবেদনা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে লেবার পার্টির গভীর শোক ও সমবেদনা
সৈয়দ মিজান::
![]()
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী ও মহাসচিব আব্দুল্লাহ আল মামুন গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছেন যে, দেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও জাতীয় রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রভাবশালী নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকালবেলা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও স্মরণীয় ব্যক্তিত্ব। তিনি তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের গণতান্ত্রিক রাজনীতি, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের এক বলিষ্ঠ উদাহরণ হয়ে থাকবে।
বাংলাদেশ লেবার পার্টি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপি নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বার্তা প্রেরকঃ মোঃ তরিকুল ইসলাম
বিষয়: #খালেদা #জিয়া #প্রধানমন্ত্রী #বেগম #সাবেক




সিপিবিএমএলের পুনর্গঠনের ৮ বছর উপলক্ষে আলোচনা সভা
বিএনপিতে যোগ দিলেন গণ অধিকারের রাশেদ খান
ছাত্রশিবির দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে: পরওয়ার
ছাতকে কলিম উদ্দিন আহমেদ মিলনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
কিছু রাজনৈতিক দল জোর করে দাবি আদায় করতে চায়: খসরু
‘১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে’
পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল
চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের আবেদন বিএনপির
