

বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » নববর্ষ বরণ
নববর্ষ বরণ
বিপুল চন্দ্র রায়
নববর্ষ বরণ
বৃক্ষের ডালে নব পল্লব
পাখির কণ্ঠে গান।
আজ নব আনন্দে জাগো
এসেছে এসেছে পহেলা বৈশাখ।
পুরনোকে বিদায় জানিয়ে
নতুনকে করি বরণ।
এসো হে এসো,আগামীর চলার পথে
সুনিপুণ স্বপ্ন আঁকি বুকে।
বিষয়: #নববর্ষ #বরণ