বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিশেষ » যৌতুকের মিথ্যা মামলা: বাদীর সাজা, আসামি খালাস
যৌতুকের মিথ্যা মামলা: বাদীর সাজা, আসামি খালাস
বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:::
![]()
ঢাকা: যৌতুক দাবির মিথ্যা অভিযোগে মামলা করায় না: আক্তার (৪৪) নামে এক বাদীকে সাজা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (০৮ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এ রায় ঘোষণা করেন।
রায়ে ওই বাদীকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে মামলার আসামি ওই নারীর সাবেক স্বামী এস এম গোলাম মোস্তফাকে খালাস দেওয়া হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বড় নালাই গ্রামের বাসিন্দা না: আক্তার ২০২২ সালে তার সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন। তবে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক বলে রায় দেন।
পরে আদালত বাদীকে শোকজ করে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় এ সাজা দেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, এ ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে কাজ করবে।
মামলার নথি অনুযায়ী, ১৯৯০ সালে না : আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলেসন্তান জন্ম নেয়। পরে স্বামী বিদেশে গিয়ে স্ত্রীর নামে জমি কিনলেও সে বাড়িতে স্বামীর জায়গা হয়নি। একপর্যায়ে স্ত্রী স্বামীর বিরুদ্ধে সিআর (নালিশি) মামলা করেন, যা আদালত খারিজ করেন। পরবর্তীতে তার স্বামী তাকে তালাক দেন।
তালাকের পরই না : আক্তার তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন।
সৌজন্যে: বাংলানিউজ২৪
বিষয়: #আসামি #খালাস #বাদীর #মামলা #মিথ্যা #যৌতুক #সাজা




এক বিরল সাক্ষাৎকারে, প্রাক্তন স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন যে তার ক্ষমতাচ্যুতির সময় রক্তপাতের জন্য তিনি দায়ী নন, এবং অনুপস্থিতিতে তার বিচারকে ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন।
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক!
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
সিলেট-২: নিখোঁজ নেতার ত্যাগের প্রতীক, তাহসিনা রুশদীর লুনা সেই ত্যাগের উত্তরসূরি
যুক্তরাজ্যে জননেতা সুলতান মাহমুদ শরীফের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
ভোরের দর্পণের সাহিত্য পাতায় আমার একটি বই আলোচনা প্রকাশ পায়, আপন্রাা দেখতে পারেন ’রূপসী ওয়েলসের কোলে ছোট্ট এক বাংলাদেশ”।
শিক্ষাসংস্কারে চাই সুস্পষ্ট লক্ষ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা
সঙ্গীত চৰ্চা ও ধর্ম শিক্ষা: তর্ক-বিতর্কের জায়গাটি কোথায়?
স্থানীয় থেকে জাতীয় সর্বত্র অস্থিতিশীলতা বহুমুখী সংকটে ব্রিটিশ লেবার পার্টি
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও পাঠাগার আন্দোলনের পথিকৃত ভাষা সৈনিক মুহম্মদ নুরুল হক
