মঙ্গলবার ● ১১ জুন ২০২৪
প্রথম পাতা » ঢাকা » সিংগাইরে জিন্নত আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সিংগাইরে জিন্নত আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
মানিকগঞ্জের সিংগাইরে জিন্নত আলী (৬০) হত্যা মামলার প্রধান আসামি বাবুল হোসেনকে (২২) তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর মহানগরের শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।
১১ জুন, মঙ্গলবার সকাল ১১ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং- এ অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, হত্যাকাণ্ডের সাত দিনের মাথায় মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাবুল হোসেন হত্যার দায় স্বীকার করেছে এবং আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে বলে জানিয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইমতিয়াজ মাহবুব ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুর জাহান লাবনী এবং সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
নিহত জিন্নত আলী উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী পশ্চিমপাড়া গ্রামের মৃত জয়নাল মাদবরের ছেলে ও ৩ সন্তানের জনক। হত্যাকারী বাবুল একই গ্রামের আজহারের ছেলে।
উল্লেখ্য, গত ৪ জুন রাত সাড়ে ৮ টার দিকে বাড়ির পাশে রুবেলের দোকানের সামনে জিন্নত আলীর পেটে ছুরিকাঘাত করে বাবুল হোসেন পালিয়ে যায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ৬ জুন ভোর রাত ৩ টার দিকে আহত জিন্নত আলীর মৃত্যু হয়।
বিষয়: #সিংগাইর




ঢাকায় দুই ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত, ভোগান্তিতে নগরবাসী
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ
দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জে ময়লা আবর্জনায় খাল পরিপূর্ণ ভরাট।
মুন্সীগঞ্জে ২১০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় কসমেটিক্স জব্দ
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গ্রেফতার ৭
রায়পুরায় বাড়ি হতে ৫টি একনলা বন্দুক, ১৮টি ককটেল ও গুলি উদ্ধার
নারায়ণগঞ্জে কোস্টগার্ডেন অভিযানে সাড়ে ৩ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ ড্রেজার জব্দ করেছে কোস্টগার্ড
