সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » খুলনা » মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ ডাকাত আটক
মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ ডাকাত আটক
মনির হোসেন
![]()
কক্সবাজারের মহেশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা গোলা, ১ রাউন্ড ফাঁকা গোলা এবং ৩টি দেশীয় অস্ত্রসহ ১ জন দূধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।
১৭ মার্চ সোমবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের সামিরাঘোনা এলাকায় একটি দুর্ধর্ষ ডাকাত দল ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের উপর ভিত্তি করে গত ১৬ মার্চ রবিবার বিকাল ৪ টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের একটি চৌকস দল উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালীন ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গোলা বর্ষণ শুরু করে। এমতাবস্থায় কোস্ট গার্ডের আভিধানিক দল প্রথমে ফাঁকা গোলা বর্ষণ করত ডাকাত দলকে আত্মসমর্পণের আহ্বান জানায়। আত্মসমর্পণের আহ্বানে সাড়া না দিয়ে ডাকাত দল পুনরায় এলোপাথাড়ি গুলি ছোড়া শুরু করলে কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় উভয় পক্ষের গোলাগুলিতে দুর্ধর্ষ ডাকাত রফিকুল ইসলাম (৩২) পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় এবং অন্যান্য ডাকাত সদস্যরা তাকে ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে অভিযানিক দল ঘটনাস্থল হতে আহত ডাকাতকে ২ টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা গোলা, ১ রাউন্ড ফাঁকা গোলা এবং ৩টি দেশীয় অস্ত্রসহ আটক করে। আহত ডাকাত বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও বলেন, জব্দকৃত আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও আটককৃত ডাকাত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়: #অভিযান #অস্ত্র #আটক #কোস্টগার্ড #গোলাবারুদসহ #ডাকাত #মহেশখালী




দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
দৌলতপুর মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন চরমে আতংকিত এলাকাবাসী
দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির পার্টি অফিস ভাঙচুর
শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী-রিয়ার এডমিরাল জাকির হোসেন
শিল্প দূষণে আক্রান্ত পশুর নদী বাঁচাতে মোংলায় মানববন্ধন
মোংলায় ৩৪ মন্দিরের নিরাপত্তায় নৌবাহিনীর টহল
শরণখোলায় কোস্টগার্ডের আয়োজনে তারুণ্যের উৎসবে বিনামূল্যে মেডিকেল ক্যাস্পেইন
দৌলতপুর পিপুলবাড়িয়া মাঠে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে অ্যাম্বুলেন্সে ডাকাতি
এক কোটি ২০ লাখ টাকার অবৈধ ভারতীয় ঔষধ জব্দ
