শনিবার ● ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » Default Category » সুনামগঞ্জে জেলা প্রশাসন ও অধিকার’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
সুনামগঞ্জে জেলা প্রশাসন ও অধিকার’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে শনিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”। সকাল ১১ টায় উক্ত দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত চন্দ,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ জে এম রেজাউল আলম বিন আনছারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
একই দিন বেলা ৩ টায় শহীদ জগৎজ্যোতি লাইব্রেরী মিলনায়তনে দিবসটি উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন নারীরা আজ পিছিয়ে নয়। তাই নারীদের প্রতি বৈষম্য করা যাবে না। সদ্য জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করতে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ গ্রহন করেছেন, শহীদ হয়েছেন। শহীদ আবু সাঈদ মুগ্ধদের পাশে অনেক মা’কেও দেখা গেছে। আন্দোলনে অংশ গ্রহন করতে না পারলেও আন্দোলন চলাকালে পানি শরবত নিয়ে হাজির হয়েছেন মা জননীরা। এতে করে পুরুষরা আরো অনুপ্রাণিত হন। অধিকার’র সুনামগঞ্জ জেলা আহবায়ক মুহাম্মদ আমিনুল হক’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক হাসান চৌধুরী, পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, মানবাধিকার কর্মী নুরুল হাসান আতাহার, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম পলাশ,স্বপ্ননীল মহিলা সংঘের সভাপতি মাহিন চৌধুরী, নারী উদ্যোক্তা রুশনা আক্তার ও অনির্বান মহিলা সংঘের সভানেত্রী শিল্পী বেগম প্রমুখ।
বিষয়: #জেলা #প্রশাসন #সুনামগঞ্জ




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
