শনিবার ● ৮ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুন্দরবনে কুমিরের আক্রমণে মৌয়াল নিহত
সুন্দরবনে কুমিরের আক্রমণে মৌয়াল নিহত
সুন্দরবনের করমজলে কুমিরের আক্রমণে মোশাররফ গাজী (৫৫) নামের এক মৌয়াল মারা গেছেন।
৮ জুন, শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের করমজল এলাকার গজালমারী খালে এ ঘটনা ঘটে।
মৃত মৌয়ালের লাশ একই এলাকার কেওড়ার মাঠের ভারানী এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করেন।
এ সময় কুমিরের আক্রমণ থেকে নদী সাঁতরে পালিয়ে অপর তিন জেলে প্রাণে বাঁচেন। তারা হলেন- সেকান্দার মল্লিক (২৫), জাকারিয়া শেখ (৪৫) ও গৌরপদ মন্ডল (৪৪)।
মৃত মৌয়ালসহ এই তিনজনের বাড়ি খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন পূর্ব ঢাংমারী গ্রামে।
পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিষিদ্ধ সময়ে মধু আহরণ করতে এই চার মৌয়াল বনে ঢুকে শনিবার (৮ জুন) ফিরে আসার সময় কুমিরের আক্রমণের মুখে পড়েন। এদিন দুপুর ১ টার সময় মোশাররফ গাজী (৫৫)কে একটি কুমির করমজলের গজালমারী খালে টেনে নিয়ে যায়।
ঘটনার সময় বাকি তিন মৌয়াল নদী সাঁতরে পালিয়ে প্রাণে বেঁচে যান। পরে তিন ঘণ্টা পর দুপুর ৩টায় করমজলের কেওড়ার মাঠে ভারানী এলাকা থেকে স্থানীয়রা তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেন। পরে মৃত মোশাররফ গাজীর লাশ খুলনার দাকোপ থানা পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বিষয়: #সুন্দরবন




গ্রেফতার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন
নির্বাচন বানচাল ও অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং হচ্ছে: নাহিদ
মানবাধীকার অপরাধ মামলা
ওসমান হাদিকে গুলি: সন্দেহভাজন ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ
শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ
‘হাদির সঙ্গে নির্বাচনি প্রচারণায় ছিলেন গুলি করা দুই সন্দেহভাজন’
হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমান হাদির অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারী সন্দেভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য প্রদানের অনুরোধ
