বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » বাংলালিংকের অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য হলিডে ইন ঢাকায় বিশেষ ছাড়
বাংলালিংকের অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য হলিডে ইন ঢাকায় বিশেষ ছাড়
সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ নিউজ ::

[ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫] অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিতে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের সাথে অংশীদারিত্ব করেছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক।
গ্রাহকদের চাহিদা ও তাদের জীবনযাত্রার মানোন্নয়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করে বাংলালিংক। এক্ষেত্রে নিজেদের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে, অপারেটরটি এর গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে বিভিন্ন অফার নিয়ে আসে। তারই ধারাবাহিকতায়, এবার হলিডে ইন ঢাকার সাথে অংশীদারিত্ব করেছে বাংলালিংক। এ অংশীদারিত্বের আওতায়, বাংলালিংকের লয়্যালটি প্রোগ্রাম ‘অরেঞ্জ ক্লাব’ -এর সদস্যরা হলিডে ইন-এর সকল ফুড ও বেভারেজ আউটলেটে ২০ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জাইন জামান, প্রতিষ্ঠানটির লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার, হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের অপারেশনস ডিরেক্টর শহিদুস সাদেক তালুকদার, এর ফাইন্যান্স ও বিজনেস সাপোর্ট ডিরেক্টর মোহাম্মদ তানভীর আহমেদ, মার্কেটিং ও কমিউনিকেশন ম্যানেজার মঞ্জুফা মাসুদ চৌধুরী এবং মার্কেটিং এক্সিকিউটিভ সানওয়াজ আবদুল্লাহ।
এ অংশীদারিত্ব নিয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, “গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল অপারেটর হিসেবে আমরা সবসময় অরেঞ্জ ক্লাব সদস্যদের সেবা প্রদানে নতুন মাত্রা যুক্ত করতে ও তাদের জন্য নানা সুযোগ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ অংশীদারিত্বের মাধ্যমে, আমাদের অরেঞ্জ ক্লাব সদস্যরা এখন বিশেষ ছাড়ে হলিডে ইন -এর দারুণ সব ফুড ও বেভারেজ পণ্য উপভোগ করবেন। এ অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের জন্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের অপারেশনস ডিরেক্টর শহিদুস সাদেক তালুকদার বলেন, “হলিডে ইন আভিজাত্য ও স্বাচ্ছন্দ্যের অপূর্ব সমন্বয়, যা আমাদের অতিথিদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করে। বাংলালিংকের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এর ফলে, অরেঞ্জ ক্লাব সদস্যরা বিশেষ সুবিধা পাবেন। এখন তারা আমাদের সুস্বাদু ফুড ও বেভারেজ পণ্য বিশেষ ছাড়ে উপভোগ করতে পারবেন।”
বিষয়: #অরেঞ্জ #ক্লাব #নিউজ #বজ্রকণ্ঠ #বাংলালিংক #মিজান #সদস্য #সৈয়দ




বাংলাদেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো
দেশের সমৃদ্ধ ডিজিটাল ভবিষ্যতের লক্ষ্যে নতুন রূপে, পরিচয়ে বাংলালিংক
বাংলালিংকের মাইবিএল অ্যাপে গ্রাহকের হাতেই এখন ডিজিটাল নিয়ন্ত্রণ
আইএসপি সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে: টেলিযোগাযোগ মন্ত্রণালয়
অনারের ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ আলফা ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন
ব্যাচেলর পয়েন্টের স্পেশাল এপিসোডের অংশীদারিত্বে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো
প্রো ভার্সনসহ দীর্ঘ সময় পর বাজারে আসছে রিয়েলমি ১৫ সিরিজ
হিট, নেটওয়ার্ক ও ব্যাটারিতে শীর্ষ পারফরম্যান্সে বুয়েটের স্বীকৃতি পেলো অপো এ৬ প্রো
দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক
কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
