সোমবার ● ১৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রবাসে » “বিশিষ্ট শিক্ষাবীদ,ও কমিউনিটি নেতা ড. হাসনাত এম হোসেইন এর রুগ মুক্তির কামনায় গ্রেটার সিলেট কমিউনিটির দোয়ার মাহফিল অনুষ্ঠিত,,
“বিশিষ্ট শিক্ষাবীদ,ও কমিউনিটি নেতা ড. হাসনাত এম হোসেইন এর রুগ মুক্তির কামনায় গ্রেটার সিলেট কমিউনিটির দোয়ার মাহফিল অনুষ্ঠিত,,
নুরুল ইসলাম ::

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে গত ১৪ ডিসেম্বর কার্ডিফ শাহজালাল মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, সাউথ ওয়েলস রিজিওনাল
কনভেনার মুজিবুর রহমান মুজিব,সদস্য সচিব, রকিবুর রহমান,ও অর্থ সচিব এ বি রুনেল,ও অন্যান্য নেতৃবৃন্দ সহ মুসল্লীয়ানরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান।
এদিকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো- কনভেনার মসুদ আহমদ, সদস্য সচিব ডঃ মুজিবুর রহমান, ও সংগঠন এর সাউথ ইষ্ট রিজিওনাল সিনিয়র যুগ্ম কনভেনার তাজুল ইসলাম গত ১৫ ই ডিসেম্বর হাসপাতালে ড, হাসনাত হোসেন এমবিইকে দেখতে গিয়ে উনার সাস্থ্যের খুজখবর নেওয়ার সময় তিনি যারা তাঁর জন্য দোয়া করেছেন সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ডাক্তারদের কথা মতো তাঁকে আরো ও চার সপ্তাহ হাসপাতালে থাকতে হবে বলে তিনি জানান।
এসময় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুর টেলিফোনে কথা বলার মাধ্যমে বিশিষ্ট শিক্ষাবীদ,কমিউনিটি নেতা ডঃ হাসনাত এম হোসেইন এমবিইর সাস্থ্যের খুজখবর নিয়েছেন এবং উনার পুরাপুরি সুস্থতার জন্য সবাইকে আর ও বেশি বেশি করে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।
বিষয়: #কমিউনিটি #নেতা #বিশিষ্ট #শিক্ষাবীদ




চ্যানেল এস টেলিভিশনের ২১তম জন্মদিনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অংশগ্রহণ
লন্ডনে বিজয় দিবস উদযাপন: দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকে
ব্রঙ্কসে বাউলিয়ানা গানের আসর,মুগ্ধ হলেন প্রবাসীরা।
বৃটেনের লুটনে ইউনিটি অব মৌলভীবাজার এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত
নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত।
কমরেড শ্রীকান্ত দাশ’র ষোলতম প্রয়াণদিবস উপলক্ষেভার্চুয়াল “স্মরণসভা”
