![সিলেট জেলায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র (উন্নতমানের রাজাই, লেপ) বিতরণ চলমান](https://www.bojrokontho.com/cloud/archives/2025/01/news-140125-2-micro.png)
![Bojrokontho](https://www.bojrokontho.com/cloud/archives/fileman/default-logo.png)
সোমবার ● ৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খুলনা » দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে তরুণদের সম্মিলিতভাবে কাজ করতে হবে
দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে তরুণদের সম্মিলিতভাবে কাজ করতে হবে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দুর্নীতিকে না বলুন। দুর্নীতিকে রুখতে না পারলে সাম্যের বাংলাদেশ হবেনা। গত ১৪ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা, মধ্যস্বত্বভোগী ও আর্থিক খাতের ক্রীড়নকরা এই অর্থ পাচার করেছেন। দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না ও দুর্নীতি সইবো না নীতির ভিত্তিতে জীবনকে পরিচালিত করতে হবে। সুন্দর আগামী গড়তে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে তরুণদের যুথবদ্ধভাবে কাজ করতে হবে। ৯ ডিসেম্বর সোমবার সকালে মোংলা উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধনে বক্তারা একথা বলেন। দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বাগেরহাট, মোংলা উপজেলা প্রশাসন ও মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানে সোমবার সকাল ৯টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নরেশ হালদার। মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। মানববন্ধনে এছাড়া বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সংবাদকর্মী মোঃ নূর আলম শেখ, কমিটির সহসভাপতি স্বদেশ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রিতা সরকার, সুনীতি রায়, বিবেকানন্দ মল্লিক, গীতিকার মোল্লা আলম মামুন, সামাজিক সংগঠন সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ইয়ুথ লিডার মেহেদী হাসান, ডলার মোল্লা প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বলেন তরুনরাই পারবে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ গড়তে। শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি নিজেদের সৎ-যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মানববন্ধন শেষে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ”দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন শেষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহিী অফিসার আফিয়া শারমিন।
বিষয়: #দুর্নীতি #বিরুদ্ধ