সোমবার ● ২৮ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রবাসে » হিউম্যান কনসার্ন ইউএসএ’র নির্বাহী প্রধান মাসুম মাহবুব এর সাথে মতবিনিময় সভা অনুস্ঠিত
হিউম্যান কনসার্ন ইউএসএ’র নির্বাহী প্রধান মাসুম মাহবুব এর সাথে মতবিনিময় সভা অনুস্ঠিত
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া

সম্প্রতি হিউম্যান কনসার্ন ইউএসএ’র নির্বাহী প্রধান মাসুম মাহবুব লন্ডনে সফরে আসলে রোববার দুপুর ২টায় বারকিং রোডের কফি হাটে বিলেতে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনদের সাথে এক মতবিনিময় সভা অনুস্ঠিত হয় । এতে সাংবাদিক ড.আজিজুল আম্বিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক সাঈদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন নিউহাম কাউন্সিলের চেয়ার ও ফার্স্ট সিটিজেন কাউন্সিলর রহিমা রহমান , প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বার্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী , বক্তব্য রাখেন নিউহাম কাউন্সিলের কাউন্সিলর মুজিবুর রহমান জসিম , সাংবাদিক মাতিয়ার চৌধুরী , রহমত আলী , জিলানী রহমান, রেজাউল করিম মৃধা , সাজিদুর রহমান , কিটন শিকদার, আশরাফুল হক রানা , মিফাতুল নুর , রুনা লায়লা প্রমূখ । সভায় মাসুম মাহবুব উনার এনজিও সম্পর্কে ধারণা দেন এবং উনাদের চলমান কাজ সম্পর্কে অবহিত করেন । উপস্হিত সাংবাদিকরা নানা বিষয়ে প্রশ্ন করলে তিনি তার উত্তর দেন ও এবং জানান উনাদের প্রতিস্ঠানের চ্যারিটি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে ইউকেতে এবং খুব শীঘ্রই এখানে কাজ শুরু করবেন । সভাপতি উনার সমাপনী বক্তব্যে সবার উপস্হিতির জন্য ধন্যবাদ জানান ও এই চ্যারিটি সংগঠনের সফলতা কামনা করেন ।
বিষয়: #কনসার্ন #হিউম্যান




নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত।
কমরেড শ্রীকান্ত দাশ’র ষোলতম প্রয়াণদিবস উপলক্ষেভার্চুয়াল “স্মরণসভা”
ব্রঙ্কসে সাংবাদিক মনোয়ারুল ইসলাম কে কমিউনিটি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা।
ইউনুসের শাসনামলে বাংলাদেশে বেড়েছে বিচারবহির্ভূত হত্যাকান্ড আল জাজিরার প্রতিবেদন
“বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন,, আব্দুল হান্নান সভাপতি, মকিস মনসুর, সেক্রেটারি নির্বাচিত
আলহাজ্ব জি এম মাহমুদ মিয়াকে শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানালো বৃটেন কমিউনিটি; বিভিন্ন মহলের শোক প্রকাশ
