মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Default Category » জয়পুরহাটে রেলক্রসিংয়ে থেমে যায় ট্রাক, ট্রেনের ধাক্কা
জয়পুরহাটে রেলক্রসিংয়ে থেমে যায় ট্রাক, ট্রেনের ধাক্কা
![]()
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
জয়পুরহাটে পুরানাপৈল রেলক্রসিং পারাপারের সময় থেমে যাওয়া একটি ট্রাকে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ওই ট্রাকের সামনের ইঞ্জিনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদরের পুরানাপৈল রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
![]()
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচবিবির দিক থেকে আসা পানিকচু বোঝাই একটি ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। পুরানাপৈল রেলগেট ক্রস করার সময় লাইনের উপর উঠে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সেসময় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনও চলে আসে। পরে ট্রাকের ড্রাইভারসহ লোকজন লাফিয়ে সেখান থেকে চলে যান। ট্রেনটি ট্রাকের ইঞ্জিনে ধাক্কা দিয়ে কিছু দূরে গিয়ে থেমে যায়।
পুরানাপৈল রেলগেট ম্যান ইমরান হোসেন বলেন, ট্রাকটি রেলক্রসিংয়ে এসে বন্ধ হয়ে যায়। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন চলে আসে। এরপর রেলক্রসিয়ের আইল্যান্ড অধের্ক ফেলানো গিয়েছে। আর অর্ধেক ফেলানো যায়নি। তারপর লাল পতাকা নিয়ে ১০০ গজ সামনে যাই। দ্রুতগতির ট্রেনটি ধীরগতি দিতে দিতে এসে ট্রাকে ধাক্কা লাগে। এতে ট্রাকের ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি।
জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, পুরানাপৈল রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশের ক্ষতি হয়েছে। কিন্তু হতাহতের কোন খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর সেখানে ১০ থেকে ১৫ মিনিট সময় ট্রেনটি দাঁড়িয়ে ছিল। পরে ট্রেনটি ছেড়ে যায়।
বিষয়: #জয়পুরহাট #ট্রাক #ধাক্কা #রেলক্রসিং




মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
গ্যাস–চুনাপাথরের সংকটে ছাতক সিমেন্ট: হাজার কোটি টাকার প্রকল্প পড়ে আছে ধুঁকতে
নবীগঞ্জে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ
আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট-আদিলুর রহমান
ছাতকে নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন
