মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটে রেলক্রসিংয়ে থেমে যায় ট্রাক, ট্রেনের ধাক্কা
জয়পুরহাটে রেলক্রসিংয়ে থেমে যায় ট্রাক, ট্রেনের ধাক্কা
![]()
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
জয়পুরহাটে পুরানাপৈল রেলক্রসিং পারাপারের সময় থেমে যাওয়া একটি ট্রাকে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ওই ট্রাকের সামনের ইঞ্জিনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদরের পুরানাপৈল রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
![]()
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচবিবির দিক থেকে আসা পানিকচু বোঝাই একটি ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। পুরানাপৈল রেলগেট ক্রস করার সময় লাইনের উপর উঠে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সেসময় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনও চলে আসে। পরে ট্রাকের ড্রাইভারসহ লোকজন লাফিয়ে সেখান থেকে চলে যান। ট্রেনটি ট্রাকের ইঞ্জিনে ধাক্কা দিয়ে কিছু দূরে গিয়ে থেমে যায়।
পুরানাপৈল রেলগেট ম্যান ইমরান হোসেন বলেন, ট্রাকটি রেলক্রসিংয়ে এসে বন্ধ হয়ে যায়। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন চলে আসে। এরপর রেলক্রসিয়ের আইল্যান্ড অধের্ক ফেলানো গিয়েছে। আর অর্ধেক ফেলানো যায়নি। তারপর লাল পতাকা নিয়ে ১০০ গজ সামনে যাই। দ্রুতগতির ট্রেনটি ধীরগতি দিতে দিতে এসে ট্রাকে ধাক্কা লাগে। এতে ট্রাকের ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি।
জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, পুরানাপৈল রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশের ক্ষতি হয়েছে। কিন্তু হতাহতের কোন খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর সেখানে ১০ থেকে ১৫ মিনিট সময় ট্রেনটি দাঁড়িয়ে ছিল। পরে ট্রেনটি ছেড়ে যায়।
বিষয়: #জয়পুরহাট #ট্রাক #ধাক্কা #রেলক্রসিং




জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মোমেন ফকির ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
জয়পুরহাটে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক
ফুলবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন
ফুলবাড়ীতে প্রাণের চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ ও বোরো ধানের বীজ বিতরণ এর কার্যক্রম উদ্বোধন
জয়পুরহাটে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
জয়পুরহাটে জামায়াতে যোগদান করলেন বিএনপি’র অর্ধশতাধিক কর্মী-সমর্থক
শিবগঞ্জে তিনদিনব্যাপি নারী উদ্যোক্তা মেলা শুরু
শিবগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
শিবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী-পথসভা
