রবিবার ● ২২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » বিদায়ী সংবধনা অনুষ্টিত রাজপথে সংগ্রাম লড়াই করেছে বিএনপির নেতাকমীরা তারা হবে বিএনপির দলের কলিজার টুকরা - কলিম উদ্দিন আহমদ মিলন
বিদায়ী সংবধনা অনুষ্টিত রাজপথে সংগ্রাম লড়াই করেছে বিএনপির নেতাকমীরা তারা হবে বিএনপির দলের কলিজার টুকরা - কলিম উদ্দিন আহমদ মিলন
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি

বিএনপির কেন্দ্রিয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন বিএনপির,যুবদল ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকমীরা জালিম সরকারের বিরুদ্ধে ১৬বছরের যারা রাজপথে সংগ্রাম লড়াই করেছে এসব নেতাকমীরা হবে বিএনপির দলের কলিজার টুকরা।
৫ আগষ্ট সন্ত্রাসী সরকারকে পতন ঘটনাতে পুুলিশ বাহিনীর হাতে আবু সাইদসহ যারা হত্যা হয়েছে তাদের আত্নার মাগফিরাত কামনা তিনি ।ছাতক দোয়ারাবাজারের বি্এনপির ঘাটি হিসাবে পরিচিত ছিল,আগামীতে থাকবে বলে নিশ্চিত করেছে।
জেলা যুবদলের নেতা ঝুনুমিয়া বিদায়ী সংবধনায়
গত শনিবার বিকালে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আঞ্চলিক বিএনপি,যুবদল ছাত্রদল,সেচ্ছাসেবক অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে স্থানীয় মাহবুব সেন্টারের অনুষ্টিত হয়।
জেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক
ও গোবিন্দগঞ্জ ইউপির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে আতাউর রহমান এমরানের পরিচালনায় অনুষ্টিত বিদায়ী সংবধনা সভায় প্রধান অথিতি হিসাবে তিনি এসব কথা বলেন।
অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল,লন্ডন শাখার বিএনপির সাংগঠনিক সম্পাক মুশাহিদ আলী,ফজলুর করিম বকুল,আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের প্রভাষক শফিকুর আলম,মতি,বিএনপির,যুন্ম সম্পাদক নজরুল ইসলাম, সংবধিত অতিথি ইকবাল হোসেন ঝুনু মিয়া।
অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,উপজেলা বিএনপির হিজবুল বারি শিমুল,সামছুল ইসলাম সামছু,বিএনপির নেত্রী নাসিমা আক্তার ছানা,শামছুর রহমান বাবুল,সেচ্ছাসেবক দলের আহবায়ক বাবিক বিল্লাহ,আব্দুল মমিন,সামছুল ইসলাম সামছু,শামছুর রহমান বাবুল,,
জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম,জহিরুল ইসলাম,দিদার আলম মেম্বার,জাহাঙ্গীর আলম,আব্দুল আজিজ,আব্দুল হাই,নশাদ আলী,সাজ্জাদুর রহমান ও নজির আহমদ প্রমুখ।
বিষয়: #বিএনপি




কিছু রাজনৈতিক দল জোর করে দাবি আদায় করতে চায়: খসরু
‘১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে’
পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল
চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের আবেদন বিএনপির
২৩৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি, বিকেলে জরুরি সংবাদ সম্মেলন
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ সন্ধ্যায়
জুলাই সনদের ৫ম দফা সংশোধনের প্রস্তাব সালাহউদ্দিন আহমদের
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি
চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না: ফখরুল
