 
       
  বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » বিনোদন » আবরারকে নিয়ে সিনেমা, মুক্তি ৭ অক্টোবর
আবরারকে নিয়ে সিনেমা, মুক্তি ৭ অক্টোবর
বজ্রকণ্ঠ অনলাইন:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের করুণ মৃত্যু হয়। ২০১৯ সালের ৭ অক্টোবর অমানবিকভাবে পিটিয়ে মারা হয় তাকে। এবার আবরারকে নিয়ে নির্মাণ হয়েছে শর্ট ফিল্ম। এ ফিল্মের নাম রাখা হয়েছে ‘রুম নম্বর ২০১১।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগেই নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এখানে অভিনয় করেছেন প্রায় শতাধিক শিক্ষার্থী।
জিসু এন্টারটেইনমেন্টের সোশ্যাল হ্যান্ডেল থেকে আবরারকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের খবরটি জানানো হয়। তাদের পেইজে শর্ট ফিল্মটির একটি পোস্টারও প্রকাশ করা হয়। পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, আসছে… ‘রুম নম্বর ২০১১।’
পোস্টে আরও লেখা ছিল, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের প্রথম মৌলিক কাজ। বাংলাদেশ এবং আমেরিকায় একই সময়ে রিলিজ হবে। পেইজ থেকে ‘একটিফুল’কে ধন্যবাদ দেওয়া হয়েছে। তবে প্রাকশিত পোস্টারে আবরারের কথা উল্লেখ করা নেই।
এ ব্যাপারে জিসু এন্টারটেইনমেন্টের সিইও শেখ জিসান আহমেদ বলেন, ‘চলচ্চিত্রটি আবরার ফাহাদের ঘটনা অবলম্বনে নির্মাণ হয়েছে। বর্তমানে ফিল্মটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ইচ্ছা আছে আগামী ৭ অক্টোবর আবরারের মৃত্যুবার্ষিকীতে সিনেমাটি মুক্তি দেওয়ার।’
জানা গেছে, ২৫ মিনিটের চলচ্চিত্র হতে পারে এটি। ‘রুম নম্বর ২০১১’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবেও মুক্তি দেওয়া হবে।
উল্লেখ্য, ছাত্রলীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আবরারকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। তখন আলোচিত এই হত্যাকাণ্ডের পর ফুঁসে ওঠে বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টিতে নিষিদ্ধ করা হয় ছাত্ররাজনীতি।
বিষয়: #আবরার #মুক্তি #সিনেমা
 

 
       
       
      



 এবার হরর সিনেমায় যুক্ত হচ্ছেন অনীত
    এবার হরর সিনেমায় যুক্ত হচ্ছেন অনীত     আনন্দ, বেদনা, ভালোবাসা নিয়েই আজকের জীবন: পরীমণি
    আনন্দ, বেদনা, ভালোবাসা নিয়েই আজকের জীবন: পরীমণি     ভক্তদের চমকে দিলেন জয়া
    ভক্তদের চমকে দিলেন জয়া     সামান্থার সীমা পরীক্ষার চ্যালেঞ্জ!
    সামান্থার সীমা পরীক্ষার চ্যালেঞ্জ!     লেডি অ্যাকশনে ফিরছেন মাহি
    লেডি অ্যাকশনে ফিরছেন মাহি     প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ
    প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ     ‘মারামারির’ ভার কাঁধে নিয়েছেন নায়িকা মাহি, দিলেন সুখবর
    ‘মারামারির’ ভার কাঁধে নিয়েছেন নায়িকা মাহি, দিলেন সুখবর     পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’
    পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’     রাশমিকা-বিজয়ের বাগদানে সত্যি হলো প্রেমের গুঞ্জন
    রাশমিকা-বিজয়ের বাগদানে সত্যি হলো প্রেমের গুঞ্জন     ‘চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো প্রিয়’
    ‘চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো প্রিয়’     
 
 
 
 
 
 
   
  
  
  
  
  
  
  
  
  
 