মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, সিলেটে স্বামী গ্রেফতার
চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, সিলেটে স্বামী গ্রেফতার
বজ্রকণ্ঠ নিউজঃ

চট্টগ্রাম নগরের বন্দর থানার কলসী দীঘিরপাড় এলাকায় এক নারীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় তাঁর স্বামী মো. পেয়ার আহাম্মদ প্রকাশ রিপনকে (৩৯) গ্রেফতরা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭ ।
রোববার রাতে সিলেটের গোয়াইনঘাট থানার বগাইয়া হাওর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, পারিবারিক কলহের জেরে পেয়ার আহাম্মদ স্ত্রী হালিমাকে (২৮) হত্যা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ দম্পতি দুই সন্তানসহ চট্টগ্রামের কলসী দীঘিরপাড় এলাকায় থাকতেন।
ওই বাসার কেয়ারটেকার গত ১৬ আগস্ট দুপুরে নিহতের ভাই মো. ইমরানকে জানিয়েছিলেন, হালিমার ঘর থেকে দুই দিন কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তাই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে হালিমার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই মো. ইমরান বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। ঘটনার পর থেকে পেয়ার আহাম্মদ পলাতক ছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে র্যাব-৭ (চট্টগ্রাম) এবং র্যাব-৯ (সিলেট)–এর যৌথ অভিযানে পেয়ার আহাম্মদকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরিফ-উল- আলম বলেন, পেয়ার আহাম্মদ পেশায় রাজমিস্ত্রি। তিনি নিয়মিত কাজ করতেন না। বেশিরভাগ সময় বেকার অবস্থায় ঘোরাফেরা এবং মানুষের কাছে টাকাপয়সা ধার করতেন। টাকাপয়সার জন্য তিনি স্ত্রী হালিমাকে মারধর করতেন। একপর্যায়ে হালিমাকে হত্যা করেন পেয়ার আহাম্মদ।
পেয়ার আহাম্মদকে গ্রেপ্তারের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বিষয়: #গ্রেফতার #চট্টগ্রাম #শ্বাসরোধ #সিলেট #হত্যা




ঘুষ না পেয়ে আদালতে ভূয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে
বাংলাদেশ কৃষি ব্যাংক, চিরিংগা শাখার উদ্যোগে ‘তারুণ্য উৎসব ২০২৫’ উদযাপন
চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
আগুনের তীব্রতায় ধসে পড়ল ইপিজেডের ভবনের ছাদ
নোয়াখালীতে নিরীহ ব্যক্তিকে মারধর থেকে রক্ষা করায় কিশোরকে কুপিয়ে হত্যা, আটক ১
নোয়াখালীতে কিশোরকে কুপিয়ে হত্যা
নোয়াখালীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
১৪৪ ধারায় থমথমে খাগড়াছড়ি, ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
সেনবাগে জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসার ৪র্থ তলার শুভ উদ্বোধন
কক্সবাজার সৈকতে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসককে ‘আওয়াজ’র ৭ প্রস্তাব
