শুক্রবার ● ৩১ মে ২০২৪
প্রথম পাতা » বিনোদন » ধূমপানে আসক্তি থেকে অতঃপর বিদায়, যা বললেন ডার্টি পিকচার নায়িকা
ধূমপানে আসক্তি থেকে অতঃপর বিদায়, যা বললেন ডার্টি পিকচার নায়িকা
শুধু অভিনেতারাই নন, অভিনেত্রীরাও ধূমপানে আসক্ত হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান জানান, ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার শুটিং করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়েন তিনি।
বিদ্যার ক্যারিয়ারের অন্যতম ব্যবসাসফল সিনেমা ছিল ‘দ্য ডার্টি পিকচার’। যার মাধ্যমে তীব্র যৌনতার পাশাপাশি, পুরো সিনেমা ইন্ডাস্ট্রিকেই একটি বার্তা পৌঁছে দিয়েছেন এই তারকা। এই ছবিতে অভিনয় করতে গিয়েই নাকি ধূমপানে আসক্ত হয়ে পড়েন অভিনেত্রী।
যদিও সাক্ষাৎকারে বিদ্যা জানান, সিগারেটের ধোঁয়ার গন্ধ বরাবরই উপভোগ করতেন তিনি। সেটাও নাকি সেই ছোটবেলা থেকেই।
অভিনেত্রীর কথায়, ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় ঘন ঘন ধূমপানের দৃশ্যে অভিনয় করতে হতো তাকে। তখনই সিগারেটের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। দিনে তিনটা করে সিগারেট লাগত। তবে সেই আসক্তি নাকি উপভোগই করতেন তিনি!
বিদ্যা বলেন, ‘আমার ছোটবেলা থেকেই সিগারেটের গন্ধটা বেশ ভালো লাগত। কলেজে যাওয়ার সময় বাসের জন্য যখন দাঁড়িয়ে থাকতাম, আশপাশে যাঁরা ধূমপান করতেন, তাঁদের পাশে গিয়ে দাঁড়াতাম আমি।’ তবে বর্তমানে ধূমপানকে জীবন থেকে বিদায় দিয়েছেন তিনি। যা পুরোপুরি ভাবেই স্বাস্থ্যের কারণে।
এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি ধূমপান উপভোগ করি। কেউ যদি আমাকে বলে, একটি সিগারেট আপনার কোনো ক্ষতি করবে না, তাহলে আমি এটা করব।
বিষয়: #ধূমপানে আসক্তি থেকে অতঃপর বিদায় #যা বললেন ডার্টি পিকচার নায়িকা




প্রশ্ন করবেন না, সব বলে দেবো : পরীমণি
ভণ্ডামি থেকে মুক্তি চাই: আঁখি আলমগীর
গয়না চুরির অভিযোগে অভিনেত্রী গ্রেফতার
এবার হরর সিনেমায় যুক্ত হচ্ছেন অনীত
আনন্দ, বেদনা, ভালোবাসা নিয়েই আজকের জীবন: পরীমণি
ভক্তদের চমকে দিলেন জয়া
সামান্থার সীমা পরীক্ষার চ্যালেঞ্জ!
লেডি অ্যাকশনে ফিরছেন মাহি
প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ
‘মারামারির’ ভার কাঁধে নিয়েছেন নায়িকা মাহি, দিলেন সুখবর
