বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্টিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্টিত
্আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগস্ট) বিকেলে স্থানীয় হাসননগরস্থ কার্যালয়ে বিকাল ৪ টায় এ সম্মেলন অনুষ্টিত হয়। জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোমতাজুল হাসান আবেদের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আমীর মাওলানা তোফায়েল আহমেদ খাঁন। তিনি শুরুতেই ছাত্র গনআন্দোলনে নিহত সকল ছাত্র-ছাত্রীদের আতœার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, তিন শতাধিক নিহতের তথ্য এ পর্যন্ত প্রকাশিত হয়েছে, বাস্তবে আরো বাড়তে পারে। সকল দুর্নীতিবাজদের ধরে রাষ্ট্রিয় পাচার করা অর্থ ফিরিয়ে আনতে হবে। গত কয়েকদিনের মধ্যে ২ বার সুনামগঞ্জ জামায়াতের অফিস আক্রমন করে ছাত্রদেরকে ধরে নিয়ে গেছে। আমার বাসায় পুলিশ এসে হামলা করেছে। অফিসের ক¤িপউটার ল্যাপটপ ভাংচুর করেছে। সাংবাদিক শহীদনুরের উপর হামলার তীব্র নিন্দা জানান তিনি। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছিলো। দেশের বর্তমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামী দেশ ও দেশের স¤পদ রক্ষার্থে পাশে আছে এবং থাকবে। ইউএনও ও অফিসার ইনচার্জগনের সহিত কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন,অনতিবিলম্বে অন্তবর্তীকালীন সরকার গঠন করতে হবে। যে সরকার দেশের মানুষের আশা-আকাঙ্খার বাস্তব প্রতিফলন ঘটাতে পারে। সকল হত্যা নির্যাতনের দায়ে খুনি শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে এনে বিচার করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করতে হবে। সকল দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদেরকে বিচারের আওতায় আনতে হবে। আবারো যেনো কোন দুর্নীতিবাজ সরকার ক্ষমতায় আসতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। আমরা সকলে মিলে দেশকে পুনরায় সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামসউদ্দীন, অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ,সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ নূরুল আলম, অফিস সেক্রেটারি মোঃ নূরুল ইসলাম, জেলা শিবির সভাপতি মনিরুজ্জামান পিয়াস, পৌর নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ আলী, সেক্রেটারি আব্দুস সাত্তার মোঃ মামুন,জামায়াত নেতা আজিজুল হক মাসুক, সিরাজুল হক ওলি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব প্রমুখ। উক্ত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের পক্ষে থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল,রিপোর্টার্স ই্উনিটির সভাপতি মাহবুবু রহমান পীর, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন,সাংবাদিক মিজানুর রহমান মিজান, কুলেন্দু শেখর দাস,মাসুম হেলাল,হাসান চৌধুরী ও দেওয়ান গিয়াস প্রমুখ।
বিষয়: #ইসলামী #জামায়াতে #বাংলাদেশ #সুনামগঞ্জ




ছাতকে সুনামগঞ্জ জেলা প্রশাসক পরিদর্শনে কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমিতে আলোচনা সভা।
ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন
সুনামগঞ্জ জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
ছাতকে ৮০ বছরের জমি বিরোধে প্রশাসনিক পরিমাপ, উত্তেজনা চরমে; ইউএনও’র বিরুদ্ধে মসজিদের মাইকে অপপ্রচার
জাতীয়তাবাদী বাউল দল দিরাই উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত
ছাতক থানার বিরুদ্ধে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ
থামছে না কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন ভাঙ্গনে বিলীন হচ্ছে তীরবর্তী জনপদ
ছাতকে ৫৪ বছর পর মৎস্যজীবী পুনর্বাসনের উদ্যোগ গোবিন্দগঞ্জে মাছ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ইউএনও
হত্যা মামলার পলাতক আসামীকে নিয়ে সুনামগঞ্জের যাদুকাটা নদী বালি মহালের সীমানা নির্ধারণ করলেন তাহিরপুরের এসিল্যান্ড
