মঙ্গলবার ● ৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » খেলা » অলিম্পিকে নিজের বিশ্বরেকর্ড ভেঙলেন দুপ্লান্তিস
অলিম্পিকে নিজের বিশ্বরেকর্ড ভেঙলেন দুপ্লান্তিস

অলিম্পিকের মঞ্চে পোল ভল্টে নতুন বিশ্বরেকর্ড গড়লেন সুইডিশ আরমান্দ দুপ্লান্তিস। গত এপ্রিলেই ৬.২৪ মিটার লাফ দিয়ে রেকর্ড গড়েন দুপ্লান্তিস। এবার অলিম্পিকে ৬.২৫ মিটার উচ্চতা নিয়ে সোনা জেতেন তিনি। যুক্তরাষ্ট্রের স্যাম কেনড্রিকস রূপা ও গ্রিসের এমানুইল কারালিস পান ব্রোঞ্জ।
নবমবারের মতো পোল ভল্টে বিশ্বরেকর্ড ভেঙে দুপ্লান্তিস বলেন, ‘আমি আর কী বলতে পারি। আমি কেবল অলিম্পিকে বিশ্বরেকর্ড ভাঙলাম, যা একজন পোল ভল্টারের জন্য সম্ভাব্য সবচেয়ে বড় মঞ্চ। অলিম্পিকে বিশ্ব রেকর্ড ভাঙাটা শৈশব থেকেই আমার সবচেয়ে বড় স্বপ্ন এবং সবচেয়ে উন্মাতাল দর্শকের সামনে তা করতে পেরেছি আমি। ‘
‘আমার পক্ষে যতটা সম্ভব ছিল, আমি নিজের চিন্তাটা পরিষ্কার রাখার চেষ্টা করেছি। দর্শক উন্মাতাল হয়ে গিয়েছিল। এত শব্দ হচ্ছিল যে আমার কাছে মনে হয়েছে, এটা আমেরিকান কোনো ফুটবল ম্যাচের মতো। এক লাখ ধারণক্ষমতার স্টেডিয়ামে (প্রতিযোগিতায় নামার) নামার অভিজ্ঞতা আমার খুবই কম। কিন্তু আমি এভাবে আকর্ষণের কেন্দ্রে কখনোই ছিলাম না। সবাই আমাকে যে শক্তিটা জোগাচ্ছিল, আমি শুধু সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি। তারা আমাকে অনেক শক্তি জুগিয়েছে, এটা কাজে লেগেছে।
বিষয়: #অলিম্পিক #দুপ্লান্তিস #বিশ্বরেকর্ড




প্রতিশোধ নেয়ার রাতে ইউনাইটেড-টটেনহ্যামের সমতা
কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের বিদায়
তিনবার পিছিয়ে পড়ে সমতায় পয়েন্ট ভাগিয়ে নিলো বার্সা
নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি
ফিফা-২০২৬ বিশ্বকাপের ১০ লাখ টিকিট বিক্রি
হামজার ফ্রি-কিকে বাংলাদেশের লিড
বিসিবির নির্বাচনে বাধা নেই, অংশ নিতে পারবে ১৫ ক্লাব
দক্ষিণ আফ্রিকাকে শাস্তি দিল ফিফা
দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে বার্সা
হেসেখেলে পাওয়া জয়ে শীর্ষে পিএসজি
