 
       
  সোমবার ● ৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » বিনোদন » রণবীর-দীপিকার সৌভাগ্য ফিরিয়ে আনছে কে?
রণবীর-দীপিকার সৌভাগ্য ফিরিয়ে আনছে কে?
বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:

আর কয়েকমাস পরই রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের কোলজুড়ে আসছে সন্তান। গত ২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রাম পোস্টে মা হতে যাওয়ার ঘোষণা দেন অভিনেত্রী। সেপ্টেম্বরেই আসবে দীপিকার প্রথম সন্তান। বেবি বাম্পের বিভিন্ন ছবি পোস্ট করে আলোচনায় থাকছেন অভিনেত্রী। এবার আলোচনা প্রশ্ন রণবীর-দীপিকার কোলে ছেলে নাকি মেয়ে আসবে তা নিয়ে।
নেটিজেনদের সেই প্রশ্নের জবাব দিলেন জ্যোতিষীপণ্ডিত জগন্নাথ গুরুজি। তিনি ভারতে একজন সুপরিচিত সেলিব্রিটি জ্যোতিষী হিসাবে পরিচিত। তিনিই রণবীর-দীপিকার সন্তানকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। জগন্নাথ গুরুজি জানিয়েছেন দীপবীর কোলে পুত্র সন্তান আসতে চলেছে।
এর আগেও এই জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে দীপিকা ২০২৪ সালে অন্তঃসত্ত্বা হবেন। এবার সেই জ্যোতিষীই দাবি করেছেন, রণবীর-দীপিকার সন্তান তার বাবা-মায়ের কাছে রাজকুমার হবে। আশা করা হচ্ছে, তিনিই রণবীর ও দীপিকার জন্য সৌভাগ্য ফিরিয়ে আসবেন।
এর আগে এক সাক্ষাৎকারে রণবীর সিং বলেছিলেন, তিনি চান তার ঘরে যেন দীপিকার মতোই একটা মেয়ে আসে। পরে বলেন, যদিও ছেলে বা মেয়ে যাই হোক, সে যেন সুস্থ হয়, এটাই কামনা করেন। তবে জ্যোতিষী বলছেন, মেয়ে নয়, রণবীর-দীপিকার ছেলে হবে। এখন দেখার এই ভবিষৎবাণী কতটা মেলে। ভ্রুণের লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ ভারতে। তাই ছেলে নাকি মেয়ে জানতে অপেক্ষা করতে হবে অতিথির আগমন অবধি।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘রাম-লীলা’ সিনেমার শুটিং সেট থেকে শুরু হয়েছিল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম। ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন এই জুটি। তারা রাজকীয় আয়োজনে বিয়ে করেন ইতালির লেক কোমোয়।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
বিষয়: #দীপিকা #রণবীর #সৌভাগ্য
 

 
       
       
      



 এবার হরর সিনেমায় যুক্ত হচ্ছেন অনীত
    এবার হরর সিনেমায় যুক্ত হচ্ছেন অনীত     আনন্দ, বেদনা, ভালোবাসা নিয়েই আজকের জীবন: পরীমণি
    আনন্দ, বেদনা, ভালোবাসা নিয়েই আজকের জীবন: পরীমণি     ভক্তদের চমকে দিলেন জয়া
    ভক্তদের চমকে দিলেন জয়া     সামান্থার সীমা পরীক্ষার চ্যালেঞ্জ!
    সামান্থার সীমা পরীক্ষার চ্যালেঞ্জ!     লেডি অ্যাকশনে ফিরছেন মাহি
    লেডি অ্যাকশনে ফিরছেন মাহি     প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ
    প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ     ‘মারামারির’ ভার কাঁধে নিয়েছেন নায়িকা মাহি, দিলেন সুখবর
    ‘মারামারির’ ভার কাঁধে নিয়েছেন নায়িকা মাহি, দিলেন সুখবর     পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’
    পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’     রাশমিকা-বিজয়ের বাগদানে সত্যি হলো প্রেমের গুঞ্জন
    রাশমিকা-বিজয়ের বাগদানে সত্যি হলো প্রেমের গুঞ্জন     ‘চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো প্রিয়’
    ‘চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো প্রিয়’     
 
 
 
 
 
 
   
  
  
  
  
  
  
  
  
  
 