শনিবার ● ৬ জুলাই ২০২৪
প্রথম পাতা » কবি ও কবিতা » ভালবাসার মানুষের চোখের হাসি দেখেছো কখনো?
ভালবাসার মানুষের চোখের হাসি দেখেছো কখনো?

ভালবাসার মানুষের চোখের হাসি দেখেছো কখনো?
না দেখে থাকলে তুমি কিছুই দেখোনি।
দেখে থাকলে তুমি ভাগ্যবান।
ঠোঁটের হাসি দেখেছো , চোখেরটা দেখোনি?
জেনে রেখো, মানুষের ঠোঁট হাসে অহরহ, কিন্তু চোখ হাসে না।
মানুষের চোখ হাসে দুর্লভ কিছু মুহূর্তে।
সেগুলো ধরে রাখতে হয়। ধরে রেখো।
খুঁজে বের করতে হয়।খুঁজে দেখো।
মন হাসলে তখনই চোখ হাসে।
কষ্টের হাসি ঠোঁটেই সীমাবদ্ধ। বড়জোড় নরম দুগালের বাঁক।
যে হাসি আমরা অহরহ হেসে যাই।
চোখের হাসি শেষ কবে হেসেছো,
কাউকে হাসিয়েছো,
মনে পড়ে?
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সংগৃহীত
বিষয়: #কখনো #চোখ #দেখেছো #ভালবাসা #মানুষ #হাসি




দেশ কাঁপল হৃদয়ও কাঁপল
কবিতা আবৃত্তি ও গানের সংকলন ” শুধু তোমার বাণী”
অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের স্নিগ্ধ দহন
