 
       
  বুধবার ● ৩ জুলাই ২০২৪
প্রথম পাতা » বিনোদন » অভিনেত্রী জয়ার কেক খেয়ে নিলো কুকুর!
অভিনেত্রী জয়ার কেক খেয়ে নিলো কুকুর!
বজ্রকণ্ঠ নিউজঃ

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোমবার (১ জুলাই) ছিল এ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনটিতে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
নিজের এ বিশেষ দিনের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন জয়া। এদিকে নিজের ইনস্টাগ্রামে ৬টি ছবি ও একটি ভিডিও শেয়ার করেন তিনি। শেয়ার করা ভিডিওতে দেখা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে কেক কাটার সময় পোষ্য কুকুর সেই কেক খেয়ে ফেলেছে। তবুও সেই কেক কেটে জন্মদিন পালন করেছেন তিনি। এ নিয়ে অনুরাগীদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা।
ভিডিওর কমেন্ট বক্সে রুসা তাসনুভা নামে একজন লিখেছেন, ‘প্রাণী প্রেম ধারণকারীরা নিঃসন্দেহে পৃথিবীর সম্পদ। কিন্তু পোষ্য প্রাণী জিহ্বা দিয়ে খাবার চাটবে দেখেই কেমন যেন লাগলো।’
আরেকজন লিখেছেন, ‘আমি বুঝতে পারছি না কার জন্মদিন জয়ার নাকি কুকুরগুলোর! এই কেক সবাই খাবে?’
আরো পড়ুন: ‘রুমের বাইরে ঝগড়া ও তর্কের শব্দ শুনে জেগে উঠি’
পোস্টের ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘আমার জন্মদিনটি যে আমার আর নেই, এত এত এত ভালোবাসা, এত বেশি শুভেচ্ছা পেয়ে সেটাই বারবার মনে হচ্ছে। এই ছোট্ট জীবনে এত মানুষ আমাকে ভালোবেসেছেন এই ব্যাপারটা একজন শিল্পী হিসাবে আমার কাছে অনেক বড় শান্তির, অনেক বড় পাওয়া।’
তিনি আরো লিখেছেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন, প্রত্যেক বছর এই দিনটিতে আপনারা আমাকে মনে করিয়ে দেন জীবন কতটা সুন্দর, আমি কতটা ভাগ্যবান এবং এই জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতার থেকেও অনেক বেশি ভালোবাসা নেবেন সবাই, প্লিজ।’
উল্লেখ্য, জয়ার চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে। পরে দীর্ঘ ৬ বছর পর নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি মেরিল-প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।
বিষয়: #অভিনেত্রী #কুকুর #জয়া
 

 
       
       
      



 এবার হরর সিনেমায় যুক্ত হচ্ছেন অনীত
    এবার হরর সিনেমায় যুক্ত হচ্ছেন অনীত     আনন্দ, বেদনা, ভালোবাসা নিয়েই আজকের জীবন: পরীমণি
    আনন্দ, বেদনা, ভালোবাসা নিয়েই আজকের জীবন: পরীমণি     ভক্তদের চমকে দিলেন জয়া
    ভক্তদের চমকে দিলেন জয়া     সামান্থার সীমা পরীক্ষার চ্যালেঞ্জ!
    সামান্থার সীমা পরীক্ষার চ্যালেঞ্জ!     লেডি অ্যাকশনে ফিরছেন মাহি
    লেডি অ্যাকশনে ফিরছেন মাহি     প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ
    প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ     ‘মারামারির’ ভার কাঁধে নিয়েছেন নায়িকা মাহি, দিলেন সুখবর
    ‘মারামারির’ ভার কাঁধে নিয়েছেন নায়িকা মাহি, দিলেন সুখবর     পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’
    পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’     রাশমিকা-বিজয়ের বাগদানে সত্যি হলো প্রেমের গুঞ্জন
    রাশমিকা-বিজয়ের বাগদানে সত্যি হলো প্রেমের গুঞ্জন     ‘চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো প্রিয়’
    ‘চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো প্রিয়’     
 
 
 
 
 
 
   
  
  
  
  
  
  
  
  
  
 