শুক্রবার ● ২৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বজ্রকণ্ঠ, লন্ডন ::
গেল ২১ জানুয়ারী ২০২৬ বুধবার লন্ডন সময় সন্ধ্যা ছয়টায় পূর্বলন্ডনের ভ্যালেন্স রোডের একটি হলে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি আনুষ্টানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছে। বিদায়ী কমিটির সভাপতি, মো. সাজিদুর রহমান, সেক্রেটারী মিজানুর রহমান মীরু ও ট্রেজারার আজিজুল আম্বিয়া রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, সেক্রেটারী আব্দুল বাছির ও ট্রেজারার মির্জা আবুল কাসেমের কাছে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন। এসময় নবনির্বাচিত ইসি কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহন শেষে একই ভ্যানুতে নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাছির এর সঞ্চালনায় নতুন ইসি কমিটির প্রথম সভা ও বার্ষিকী পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়।
![]()
এসময় বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তাব নিয়ে বক্তব্য রাখেন- রিপোর্টার্স ইউনিটির বর্তমান কমিটির ইসি সদস্য লন্ডন কুইনমেরী ইউনিভারসিটির প্রভাষক ড. আনসার আহমদ উল্লাহ, বিদায়ী সভাপতি মো. সাজিদুর রহমান, বিদায়ী সেক্রেটারী মিজানুর রহমান মীরু, নব নির্বাচিত সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ইমদাদুন খানম, সহ-সভাপতি সাহেদা রহমান ও সহ-সভাপতি এস. কে. এম. আশরাফুল হুদা, ট্রেজারার মির্জা আবুল কাসেম, এসিসটেন্ট সেক্রেটারী আসমা মতিন, এসিসটেন্ট সেক্রেটারী এ. রহমান অলি, এসিসটেন্ট ট্রেজারার আনোয়ারুল হক শাহিন প্রমুখ।
লিখিতভাবে একটি বার্ষিক পরিকল্পনা উপস্থাপনক করে বক্তব্য রাখেন- অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী- জান্নাতুল ফেরদৌস ডলি, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী সুহেল আহমদ ও ইভেন্ট ম্যানেজমেন্ট- ফ্যাসিলেটিজ সেক্রেটারী- ইমরান তালুকদার প্রমুখ। ইসি সভা শেষে এক নৈশ্যভোজের আয়োজন করা হয়।
বিষয়: #ইউকে #ইউনিট #কমিটি #গ্রহণ #দায়িত্ব #নতুন #বাংলা #রিপোর্টার্স




নিউইয়র্কে যুক্তরাজ্য কমিউনিটি নেতা সেলিম রেজার সৌজন্য সাক্ষাৎ।
সহিংসতা ও উগ্রবাদে বাংলাদেশ ‘চরমভাবে ঝুঁকিপূর্ণ’—আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলন ১৭–১৮ জানুয়ারি
পূর্ব লন্ডনে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু
নিউইয়র্কে সাংবাদিক নঈম নিজামের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল।
ব্রঙ্কসে মিথান ড্যান্স একাডেমির বর্ষপূর্তি উদযাপন।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্রিটেনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রীতি প্যাটেলের
