মঙ্গলবার ● ২০ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » দৌলতপুরে সিএসএস-এর উদ্যোগে পল মুঞ্জী’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
দৌলতপুরে সিএসএস-এর উদ্যোগে পল মুঞ্জী’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
খন্দকার জালাল উদ্দীন :
কুষ্টিয়ার দৌলতপুরে খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)-এর উদ্যোগে স্বর্গীয় রেভারেন্ড পল মুঞ্জী’র মহোদয়ের স্মরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লারদর্গা ব্রাঞ্চ ম্যানেজার সোহাগ হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার পার্থ কুমার সাহা ও ভেড়ামারা ব্রাঞ্চ সহকারী রিজিওনাল ম্যানেজার মেহেদী হাসান, উপস্থিত ছিলেন আল্লারদর্গা সহকারী বাঞ্চ ম্যানেজার রবিউল ইসলাম, আবুল হাশেম, হোসেন আলি প্রমুখ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলার আলারদর্গা মাষ্টারপাড়া সিএসএস অফিস কক্ষে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। স্বাস্থ্য ক্যাম্পটি সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত পরিচালিত হয়।
মেডিকেল ক্যাম্পে বিশেষভাবে বৃদ্ধ, অসহায় নারী, মা ও শিশু স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ সময় আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। ক্যাম্পে শতাধিক নারী, শিশু ও সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
![]()
স্বাস্থ্য ক্যাম্পটি উদ্বোধনের সময় বক্তারা বলেন, সিএসএস জানুয়ারি মাস ব্যাপী বিভিন্ন এলাকায় ফ্রী স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ আল্লারদর্গা শাখায় কার্যক্রম শুরু হয়েছে। স্বর্গীয় পল মুঞ্জী’র মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর স্মরণে এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। উল্লেখ্য, সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম কুষ্টিয়া জোনের সার্বিক ব্যবস্থাপনায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি বাস্তবায়ন করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিএসএস-এর কর্মকর্তা-কর্মচারী এবং স্বেচ্ছাসেবকরা এ সময় উপস্থিত ছিলেন।
বিষয়: #অনুষ্ঠিত #ক্যাম্প #দৌলতপুর #মেডিকেল




সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগে মানবিক শীত উপহার বিতরণ ২০২৬ সম্পন্ন
কেয়ার বাংলাদেশের আয়োজনে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা
দৌলতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত মতবিনিয় সভা অনুষ্ঠিত
রাঙ্গামাটি নানিয়ারচরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে শীত উপহার বিতরণ অনুষ্ঠিত
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এজেন্টিক এআই: বিশ্বনেতাদের জন্য সেলসফোর্সের নতুন ডিজিটাল সহকারী
জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব
লাখাই উপজেলায় শহীদ ফারুকী ও শহীদ রইছ উদ্দীনের জন্য কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মোমবাতি প্রার্থী ডাঃ এস এম সরওয়ার
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী
মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ১১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
