রবিবার ● ২৩ জুন ২০২৪
প্রথম পাতা » খুলনা » আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে: সোহাগ
আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে: সোহাগ
বজ্রকণ্ঠ নিউজঃ

জাতির পিতার আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ বদিউজ্জামান সোহাগ।
২৩ জুন, রবিবার আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় পৌরপার্কে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হবো, বাংলাদেশ আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতধরে বিশ্বের কছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই আগামী ২০৪১ সালে বাংলাদেশ সমৃদ্ধশালী একটি স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। ক্ষুধা-দারিদ্রমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলাই আওয়ামী লীগের লক্ষ্য।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এমদাদুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান মো. রাসেল হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার প্রমুখ বক্তব্য দেন।
এর আগে ১০টায় নব্বইরশি বাসস্টান্ডে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিষয়: #আওয়ামী #বাংলাদেশ #লীগ #সমৃদ্ধি #সোহাগ




দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
দৌলতপুর মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন চরমে আতংকিত এলাকাবাসী
দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির পার্টি অফিস ভাঙচুর
শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী-রিয়ার এডমিরাল জাকির হোসেন
শিল্প দূষণে আক্রান্ত পশুর নদী বাঁচাতে মোংলায় মানববন্ধন
মোংলায় ৩৪ মন্দিরের নিরাপত্তায় নৌবাহিনীর টহল
শরণখোলায় কোস্টগার্ডের আয়োজনে তারুণ্যের উৎসবে বিনামূল্যে মেডিকেল ক্যাস্পেইন
দৌলতপুর পিপুলবাড়িয়া মাঠে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে অ্যাম্বুলেন্সে ডাকাতি
