রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জে মিথ্যা মামলার তদন্ত কর্মকর্তাকে কঠিন জবাব দিলেন ভুক্তভোগী খোরশেদ আলম
সুনামগঞ্জে মিথ্যা মামলার তদন্ত কর্মকর্তাকে কঠিন জবাব দিলেন ভুক্তভোগী খোরশেদ আলম
সুনামগঞ্জ প্রতিনিধি :
![]()
সুনামগঞ্জের আমলগ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (তাহিরপুর) কোর্টে বাংলাদেশ দন্ডবিধির ৩৮৫/৫০৬ ধারায় দায়েরকৃত ৩১৮/২০২৫নং মামলা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। মহামান্য হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশন ও আদালত অবমাননা মামলার বিবাদীদের স্বার্থে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা বানোয়াট,ভিত্তিহীন ও কাল্পনিক ঘটনার উল্লেখ করে ঐ মামলাটির বাদী হয়েছেন,সুনামগঞ্জ পৌরসভার পশ্চিম তেঘরিয়া গ্রাম নিবাসী শাহ শামসুল ইসলামের পুত্র আরিয়ান সাগর। সুনামগঞ্জ জেলা প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তাকে বিবাদী করে হাইকোর্টে মামলা দায়েরকারী জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ছত্রিশ গ্রাম নিবাসী মৃত মজর মিয়ার পুত্র মোঃ খুরশেদ আলমকে এ মামলার আরজিতে বিবাদী করা হয়েছে। মামলাটির তদন্ত করার জন্য সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাহিরপুর থানার সহকারী কমিশনার (ভূমি) কে আদেশ দিয়েছেন। কিন্তু আদালতের বিচারক জানেননা যাকে তিনি মামলার তদন্তের দায়িত্ব দিয়েছেন তিনি ঐ মামলার একমাত্র বিবাদীর দায়েরকৃত আদালত অবমাননা মামলার ৯নং বিবাদী। তারপরও তদন্তের দায়িত্ব হাতিয়ে নিয়ে তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ আলম সান্তনু কথিত মিথ্যা মামলার বিবাদী হিসেবে তার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন দায়েরকারী খোরশেদ আলম কে একটি নোটিশ প্রেরণ করেছেন। তৎপ্রেক্ষিতে খোরশেদ আলম তাঁকে জবাব দিয়েছেন। ব্যক্তিগতভাবে ওয়াটসআপে ও ইমেইলযোগে এবং ডাকযোগে ঐ জবাব প্রেরণ করেন তিনি।
মিথ্যা মামলার জবাবে খোরশেদ আলম বলেন,সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও বিশ^ম্ভরপুর উপজেলাধীন যাদুকাটা- ২ বালুমহাল নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা বিচারাধীন আছে। বর্ণিত যাদুকাটা-২ বালুমহালের ইজারা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে ২০২৪ইং সনে রিট পিটিশন নং- ২১০৭/২০২৪ এবং সৃজন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে ২০২৫ইং সনে রিট পিটিশন নং-৪৬০১/২০২৫ মামলা দায়ের করি। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক মহামান্য হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশন নং- ৪৭৯৫/২০০৯ মোকদ্দমায় মহামান্য হাইকোর্ট বিভাগের গত ০৩.০৬.২০১০ইং তারিখের রায় অমান্য করে ব্যাপক অনিয়ম,হরিলুঠের মাধ্যমে লিজ বহির্ভূত এলাকা থেকে যাদুকাটা নদীর পাড় কাটিয়া পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ ড্রেজার মেশিন, বোমা মেশিন, শেইভ মেশিন দিয়ে বালু পাথর উত্তোলন বন্ধ করার জন্য মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-৯৯১৭/২০২৪ দায়ের করা হয়। উপরে বর্ণিত রিট পিটিশন নং-২১০৭/২০২৪ মামলায় অত্র সি. আর মোং নং-৩১৮/২০২৫ইং (তাহিরপুর) মামলার ফরিয়াদীর আপন ভাই ১নং সাক্ষী শাহ রুবেল আহমেদ ৮নং বিবাদী হিসেবে পক্ষভুক্ত হয়। পরবর্তীতে শাহ রুবেল আহমদের পক্ষভুক্তির আদেশের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টে আপিল দায়ের করি। আপিল সি.এম.পি নং- ৫৩৫/২০২৫ইং। শাহ রুবেল আহমদের যাদুকাটা-২ বালুমহালের ইজারাদার দাবি করার বিষয়টি বৈধ নয় মর্মে মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় চেম্বার আদালত গত ০৮/০৭/২০২৫ইং তারিখ আদেশ প্রদান করেন। তারপরও আইন ও ক্ষমতা বহির্ভূতভাবে এবং ইজারা বিধি ভঙ্গ করে জেলা প্রশাসন,শাহ রুবেল আহমেদ এর নামে যাদুকাটা-২ বালুমহাল ইজারা দিয়েছেন। মহামান্য হাইকোর্ট বিভাগে গত ১৯/০৮/২০২৫ইং তারিখে বর্ণিত রিট পিটিশন নং-২১০৭/২৪, রিট পিটিশন নং-৪৬০১/২০২৫ ও রিট পিটিশন নং-৯৯১৭/২০২৪ মামলা গুলো একত্রে শুনানীঅন্তে একটি কমন রায়ের মাধ্যমে নিষ্পত্তি হয়। উক্ত রায়ে রিট পিটিশন নং- ৯৯১৭/২০২৪ মামলার রুল নিশি জারী হয়। পরবর্তীতে সি. আর মোং নং-৩১৮/২০২৫ইং (তাহিরপুর) মামলার ফরিয়াদী শাহ আরিয়ান আহমেদ সাগরের আপন ভাই ১নং সাক্ষী শাহ রুবেল আহমেদ রিট পিটিশন নং-৯৯১৭/২০২৪ মামলার রায়ের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং- ৩৯৭৯/২০২৫ দায়ের করেন। উক্ত লিভ পিটিশন আপিল বিভাগে বিচারাধীন। উক্ত লিভ পিটিশন নিষ্পত্তির জন্য আমি ইতিমধ্যে উক্ত মামলায় হাজির হয়ে প্রতিদ্বন্দিতা করিয়া আসিতেছি। লিভ পিটিশন মামলাটি দ্রæত নিষ্পত্তির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করিলে ১নং সাক্ষী শাহ রুবেল আহমদ মহামান্য আপিল বিভাগের বিচার কার্য ব্যহত করিতে সুকৌশলে পরিকল্পিতভাবে তাহার আপনভাই অত্র মামলার ফরিয়াদীকে দিয়ে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে অত্র সি. আর মোং নং-৩১৮/২০২৫ (তাহিরপুর) দায়ের করে। মামলার বর্ণিত ঘটনার তারিখ ও সময়ের ১ মাস পূর্ববর্তী থেকে ১ মাস পরবর্তী সময়ের মধ্যে আমি আমার নিজ জেলা সুনামগঞ্জে গমন করি নাই। অত্র মামলার মাধ্যমে উক্ত শাহ রুবেল আহমেদ ও তার ভাই ফরিয়াদী শাহ আরিয়ান আহমেদ সাগর আমাকে মানসিক ও সামাজিকভাবে চাপের মধ্যে ফেলতে চায়, যাতে করে আমি উক্ত আপীল বিভাগে বিচারাধীন লিভ পিটিশন নিষ্পত্তির জন্য প্রতিদ্বন্দিতা না করে মামলা ছেড়ে দিই। যাহা স্পষ্ট দেশের সর্বোচ্চ আদালতের বিচারকার্যে হস্তক্ষেপ এবং আদালত অবমাননার সামিল। আমি ইতিমধ্যে আমার নিযুক্ত আইনজীবীর মাধ্যমে শাহ রুবেল আহমেদ ও অত্র মামলার তথাকথিত ফরিয়াদী শাহ আরিয়ান আহমেদ সাগরের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদালত অবমাননার মামলা দায়েরের জন্য আইনগত পদক্ষেপ গ্রহণ করেছি। আমার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমুলক মামলা করতে পারে, এমনকি আমি ও আমার পরিবারের বড় ধরনের ক্ষয়ক্ষতি সাধন করতে পারে, এমনকি তারা নিজে অথবা ভাড়াটিয়া শুটার ভাড়া করে আমাকে প্রাণে হত্যা করতে পারে, আমাকে ও আমার পরিবারের সদস্যদের অপহরণ করতে পারে এবং তাদের প্রতিনিয়ত হুমকির কথা বিবেচনা করে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য অত্র সি. আর মোং নং- ৩১৮/২০২৫ইং (তাহিরপুর) মামলার তথাকথিত ফরিয়াদী শাহ আরিয়ান আহমেদ সাগর ও মাস্টারমাইন্ড ১নং সাক্ষী ফরিয়াদীর আপন ভাই শাহ রুবেল আহমেদের বিরুদ্ধে ডিএমপি’র রমনা মডেল থানায় সাধারণ ডায়েরী করে রেখেছি। এছাড়া এসিল্যান্ড তাহিরপুর কে দায়ী করে মোঃ খোরশেদ আলম বলেন মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-২১০৭/২০২৪, ৪৬০১/২০২৫, ৯৯১৭/২০২৪ মোকদ্দমায় আপনি বিবাদী আছেন। গত ১৯/০৮/২০২৫ইং তারিখে জারীকৃত রিট পিটিশন নং-৯৯১৭/২০২৪ মামলার রায় প্রতিপালন না করায় আপনি নিজেও আপনার উর্ধ্বতন কর্মকর্তা তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান মানিক এবং সুনামগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নাম উল্লেখ করে আদালত অবমাননার (কনটেম্প অব কোর্ট) মামলা দায়ের করি। কনটেম্প পিটিশন নং-৫০০/২০২৫ইং। উক্ত কনটেম্প পিটিশন মামলায় মহামান্য হাইকোর্ট গত ১৮/১১/২০২৫ইং তারিখ আপনাদের বিরুদ্ধে রুল নিশি জারী করেন। উক্ত কনটেম্প মামলা এখনো বিচারাধীন। তৎপরবর্তী আপনি নিজেও আপনার উর্ধ্বতন কর্মকর্তা তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান মানিক এবং সুনামগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে গত ২৫/১১/২০২৫ইং তারিখ জাতীয় প্রেসক্লাব, ঢাকা তে মানববন্ধন করি। যেহেতু আপনি নিজে আমার সরাসরি প্রতিপক্ষ সেহেতু আপনি আমার নামে দায়েরকৃত সি. আর মোং নং- ৩১৮/২০২৫ইং (তাহিরপুর) মামলা তদন্ত করা স্বাভাবিক ন্যায় বিচারের পরিপন্থী। আপনার উচিৎ সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা দিয়ে সংশ্লিষ্ট আদালতকে অবগত করা। অত্র মামলার ১নং সাক্ষী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক শাহ রুবেল আহমেদ শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামী। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনি আমার প্রতিপক্ষ। বিদ্যমান পরিবেশে এই মহুর্তে তাহিরপুর উপজেলায় আপনার অফিসে স্বশরীরে উপস্থিত হওয়া আমার জন্য ঝুকিপুর্ণ। আমার জান মালের নিরাপত্তা নাই বিধায় পোস্ট অফিসের মাধ্যমে আপনার অফিসের ঠিকানায় রেজিষ্টার্ড ডাকে এডিসহ, আপনার অফিশিয়াল ই-মেইলে এবং আপনার সরকারী মোবাইল নম্বারের ওয়াটসআপে এ লিখিত জবাব প্রেরণ করিলাম। বিবাদী মোঃ খোরশেদ আলমের উপরোক্ত জবাব পেয়েছেন কিনা জানতে চাইলে এ বিষয়ে তাহিরপুরের এসিল্যান্ড শাহরুখ আলম শান্তনু বলেন,আমি ইতিমধ্যে খোরশেদ আলমের ওয়াটআপ ও ইমেইলযোগে প্রেরিত জবাব পেয়েছি। উক্ত জবাবে জানতে পেরেছি,আমি তার দায়েরকৃত রিট মামলার বিবাদী পক্ষ।
বিষয়: #আলম #কঠিন #কর্মকর্তা #খোরশেদ #জবাব #তদন্ত #দিলেন #ভুক্তভোগী #মামলা #মিথ্যা #সুনামগঞ্জ




রাণীনগরে অপারেশন ডেভিল হান্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাসহ তিনজন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু একদিন পরে জানাজা।
শরিফ ওসমান হাদির মৃত্যু সংবাদে সুনামগঞ্জে এনসিপির উদ্যোগে তাৎক্ষনিকভাবে বিক্ষোভ
উন্নয়ন মানে শুধু বড় বড় স্থাপনা নয়, উন্নয়ন মানে মানুষের মুখে হাসি ফোটানো
ব্রেকিং নিউজ উসমান হাদি মারা গেছেন
ছাতকে শহীদ মিনারে বিতর্কিত স্লোগান, ৪৮ ঘণ্টা পার হলেও থানা প্রশাসনের রহস্যজনক নীরবতা !
হবিগঞ্জের বানিয়াচং সড়কে বিজয় দিবসের দিনে মোটরসাইকেল ও মিশুক গাড়ি সংঘর্ষে নিহত ১জন আহত ২।।
দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
