বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » ব্রঙ্কসে বাউলিয়ানা গানের আসর,মুগ্ধ হলেন প্রবাসীরা।
ব্রঙ্কসে বাউলিয়ানা গানের আসর,মুগ্ধ হলেন প্রবাসীরা।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
![]()
নিউইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী লোকজ গানের অনুষ্ঠান বাংলাদেশের ঐতিহ্যবাহী বাউলিয়ানা গানের আসর,নেচে গেয়ে মুগ্ধ হলেন প্রবাসী বাংলাদেশিরা।
গত ৭ই ডিসেম্বর রবিবার ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারের গোল্ডেন প্যালেস মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত বন্ধু সমাজ ব্রঙ্কস এর উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমী বাউলিয়ানা অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ছাদিকুর রহমানের সভাপতিত্বে ও রেজা আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের সুচনা হয় বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পী কালা মিয়ার বেহলা বাজিয়ে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এবং আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের সাথে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়।মূল অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন স্ট্রালিন বাংলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবিএম মাল্টিমিডিয়ার সিইও জামাল আহমদ।অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী,বীরমুক্তিযোদ্ধা আব্দুল সালাম,কমিউনিটি বোর্ড-৯ চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার,জামাল হোসেন,সাখাওয়াত আলী,প্রফেসর আমিনুল হক চুন্নু,সোহান আহমেদ টুটুল,আব্দুল আলী,রবিউল আলম,সিপিএ জাকির হোসেন চৌধুরী,শাহীন কামালী,অধ্যক্ষ সানাউল্লাহ,বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ মেজবাহ আহমদ,শেখ শফিকুর রহমান,নুরুল ইসলাম মিলন,আব্দুল মুহিত,কামরুজ্জামান বশির চেয়ারম্যান,আজাদ খান,মনির উদ্দিন,জামাল হোসেন চেয়ারম্যান,সেলিম রেজা,কবি জুলি রহমান,আল মামুন সরকার,রুপচান মিয়া প্রমুখ।
অতিথিবৃন্দের মঞ্চে আসীন হওয়ার পরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সহ সকল শহীদদের স্মরণে সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বিভিন্ন বক্তারা সম্প্রীতি বাংলাদেশে সাংস্কৃতিক কর্মী ও বাউল শিল্পীদের প্রতি আক্রমণ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে মূল আকর্ষণ বাউল কালা মিয়া বেহালা বাজিয়ে গাওয়া থাকিনা যেন ভুলিয়া গান দিয়ে সুরের বাহার শুরু করেন এবং সাথে বাংলার প্রাচীন বাদ্যযন্ত্র ঢোলক বাজিয়ে সঙ্গ দেন বাংলাদেশের বিখ্যাত ঢোলক বাদক মোঃ সফিক।বাউল কালা মিয়ার সুচনা সঙ্গীতের পর বাংলার লোকসংগীত হাসান রাজা,আব্দুল করিম,রাধারমণ দত্ত,শফিকুন নুরের সুপরিচিত সব গানের ঢালি নিয়ে শ্রোতাদের জন্য পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসমা জাহান,বাউল ফকরুল,শিল্পী বাবলা, শিল্পী শাকিলা রুনা,শিল্পী ইমন, শিল্পী তানভীর শাহীন এবং কবিতা আবৃত্তি করেন পল্লব সরকার।
অনুষ্ঠান উদযাপন কমিটির সফলতায় মুগ্ধ হয়েছেন অংশগ্রহণকারী সবাই।দায়িত্ব পালন করেন আহ্বায়ক ছাদিকুর রহমান,প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম ও সদস্য সচিব আল মামুন সরকার।
বিভিন্ন শিল্পীদের গান পরিবেশনের ফাঁকে ফাঁকে বিভিন্ন সামাজিক কমিউনিটির বিশিষ্টজনরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।অনুষ্ঠানের এক পর্যায়ে দর্শকদের তুমুল করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাতে মঞ্চে ওঠেন বাংলাদেশ টেলিভিশনের বিখ্যাত অভিনেতা লিটু আনাম।
সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পরিবেশিত অনুষ্ঠানটি ছিল প্রবাসী বাংলাদেশি দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ।বিভিন্ন শিল্পীদের পরিবেশনার শেষে বাউল কালা মিয়া উপস্থিত দর্শকদের অনুরোধে বেশ কিছু গান গেয়ে সর্বশেষ তার নিজের লেখা গান অকারণে তুলশীর মূলে জল ঢালিলাম গেয়ে পরিসমাপ্তি করেন।
সবশেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
বক্তব্যে বিভিন্ন বক্তারা বলেন লোকসংগীত তথা বাউল বাংলাদেশের মানুষের আত্মার সাথে একাত্ম হয়ে আছে।এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের।তাই আসুন বিদেশের ভিন্ন সংস্কৃতিতে আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ না করে নিজেদের সংস্কৃতিতে দীক্ষিত করি।আর এই দায়িত্ব নিতে হবে নিজেদের পরিবার থেকে।
বিষয়: #আসর #গান #প্রবাসীরা #বাউলিয়ানা #ব্রঙ্কস #মুগ্ধ #হলেন




ব্রঙ্কসে সাংবাদিক মনোয়ারুল ইসলাম কে কমিউনিটি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা।
ইউনুসের শাসনামলে বাংলাদেশে বেড়েছে বিচারবহির্ভূত হত্যাকান্ড আল জাজিরার প্রতিবেদন
“বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন,, আব্দুল হান্নান সভাপতি, মকিস মনসুর, সেক্রেটারি নির্বাচিত
আলহাজ্ব জি এম মাহমুদ মিয়াকে শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানালো বৃটেন কমিউনিটি; বিভিন্ন মহলের শোক প্রকাশ
ব্রঙ্কসে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তীর বৃটেনের কার্ডিফ শহীদ মিনার পরিদর্শন
