সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » দৌলতপুর (কুষ্টিয়া) » দৌলতপুর পাকিস্তানী হানাদার মুক্ত দিবস আজ
দৌলতপুর পাকিস্তানী হানাদার মুক্ত দিবস আজ
খন্দকার জালাল উদ্দীন :
![]()
আজ ৮ ডিসেম্বর কুষ্টিয়ার দৌলতপুর মুক্ত দিবস। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের পর বিভিন্ন স্থানে সম্মুখ যুদ্ধে পরাজিত হয়ে এই দিনে পাকিস্তানী হানাদাররা মুক্তিযোদ্ধাদের কাছে আত্বসর্মপন করে, তৎকালীন দৌলতপুর থানায় পাক হানাদারদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ সংগঠিত হয় ১৯৭১ সালের ১৩ নভেম্বর আদবাড়িয়া ইউনিয়নের ব্যাঙগাড়ী মাঠে। সেখানে ৪ জন মুক্তিযোদ্ধা এবং ২ জন মিত্রবাহিনীর সদস্য শহীদ হন। এ যুেদ্ধ প্রায় ৩ শতাধিক পাকসেনা নিহত হয়। এরপর ২৯ নভেম্বর পিয়ারপুর ইউনিয়নের শেরপুর মাঠে পাকহানাদারদের সাথে আরেকটি বড় যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব শহীদ হন। এ যুদ্ধে প্রায় শতাধিক পাকসেনা ও প্রায় দুই শতাধিক আলবদর ও রাজাকার নিহত হওয়ার পর পাকসেনা ও রাজাকাররা মুক্তিযোদ্ধাদের তোপের মুখে দৌলতপুর থানার অভ্যন্তরে আশ্রয় নেয় এবং ৭ ডিসেম্বর রাতের অন্ধকারে পাকসেনারা পালিয়ে কুষ্টিয়ার শহরতলী জগতি বটতৈল এলাকায় আশ্রয় নেয়। দৌলতপুরকে হানাদার মুক্ত করতে পাকসেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের মোট ১৬টি সম্মুখ যুদ্ধ সংঘঠিত হয়। আজকের এই দিনে বীর মুক্তি যোদ্ধারা বিজয় পতাকা উড়ানোর মধ্যদিয়ে মুক্তিকামী বীর সূর্য সন্তানেরা দৌলতপুরকে হানাদার মুক্ত করেন। দৌলতপুরে স্বাধীন বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিক ভাবে উত্তোলনের মাধ্যমে দৌলতপুর কে শত্র“মুক্ত ঘোষণা করে। দিনটি উপলক্ষ্যে দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ দিনব্যাপী বিভিন্ন কর্মসুচী পালন করবে।
বিষয়: #আজ #দিবস #দৌলতপুর #পাকিস্তানী #মুক্ত #হানাদার




আজ বীর মুক্তিযোদ্ধা শহীদ রফিকুল আলমের ৫৪ তম মৃত্যু বার্ষিকী
দৌলতপুর মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামে এক যুবককে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা
দৌলতপুরে ৪৭ বিজিবি জামালপুর বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে
দৌলতপুরে ভাদালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরিফার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
দৌলতপুর মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন চরমে আতংকিত এলাকাবাসী
দৌলতপুরে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু
দৌলতপুরে আইন শৃংখলার চরম অবনতি ॥ যুবককে অস্ত্রের মুখে অপহরণ করেছে সন্ত্রাসীরা
দৌলতপুর মুখবাঁধা অবস্থায় মাঠ থেকে জায়মা পাগলির মরদেহ উদ্ধার করেছে পুলিশ
