বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » শোক সংবাদ সমাজ চিন্তক মহশিন উদ্দিন কাজল আর নেই
শোক সংবাদ সমাজ চিন্তক মহশিন উদ্দিন কাজল আর নেই
নিজস্ব প্রতিবেদক::লন্ডনঃ
মৌলভীবাজারের বর্মান নিবাসী জেলা শহরের কাজল ট্রেভেলস এন্ড কমার্স এর ম্যানেজিং ডিরেক্টর সমাজচিন্তক মোহাম্মদ মহশিন উদ্দিন কাজল আর নেই (ইন্নালিল্লাহি….ওয়াইন্না… ইলাহিরাজিউন।)
![]()
গতকাল ২০ জানুয়ারী ২০২৬ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা-৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হযেছিল ৬৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা একপুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ২১ জানুয়ারী বুধবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় তাঁকে বর্মান গ্রামের পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়।
মহশিন উদ্দিন কাজল ছিলেন একজন সমাজ চিন্তক তাঁর পিতা মরহুম মনির উদ্দিন আহমেদ ছিলেন একজন ব্যবসায়ী পিতার ব্যাবসায়িক কারনে তাদের বেশ সময় কাটাতে হয় মংমনসিংহ ও ঢাকায়। তিনি ময়মনসিংহ মুসলিম হাইস্কুল , ময়মনসিংহ আনন্দমোহন কলেজ, পরবির্তিতে বিকম অনার্স ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একই বিশ্ববিদ্যালয় থেকে এমকম মানেজমেন্ট ডিগ্রি সমাপ্ত করে ব্যবসায় আত্মনিযোগ করেন।
সরাসরি রাজনীতিতে সক্রিয় না থকালেও দেশ এবং সমাজ নিয়ে ভাবতেন। এর প্রমাণ পাওয়া যায় মৃত্যুর কয়েক মাস পূর্বে দেয়া তাঁর একটি ফেসবুক ষ্টেটাসে ৩১ অক্টোবর ২০২৫ তারিখে তিনি লিখেছেন ‘‘অনিবার্য গন্তব্যে ফিরে যাবার সময় বুঝি সমাসন্ন। ফিরে যাচ্ছি বড্ড উৎকণ্ঠা আর ভয় নিয়ে। আমার আদরের আগামী প্রজন্মকে রেখে যাচ্ছি একটি অনিরাপদ অসভ্য শয়তান নেতৃত্বাধীন সমাজ, ধর্ম আর রাষ্ট্রগুরুদের হাতে। আমি হতাশ! বিপন্ন মানব সভ্যতা, এর চাইতে বুঝি প্রস্তরযুগটাই ঢের ভালো ছিলো।‘‘
এতে তার মুক্তচিন্তার পরিচয় পাওয়া যায়। তিনি ভাবতেন দেশ সমাজ এবং বিশ্ব নিয়ে। হয়তোবা তিনি নিজেই জানতে পারছিলেন তার চলে যাবার সময় ঘনিয়ে এসেছে। তার মৃত্যু সংবাদে দেশবিদেশে আত্মীয় স্বজন এবং পরিচিতদের মাঝে নেমে আমে শোকের ছায়া। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। আত্মীয় স্বজন সকলকে যেন আল্লাহ এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন আমিন।
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী তার মামা আব্দুল মোনায়েম চৌধুরী (মশাহিদ) এবং মামা যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। মহশিন উদ্দিন কাজলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লন্ডনে রাজনগর সোসাইটির সভাপতি ব্যবসায়ী সহিদুর রহমান, ক্যাটারার্স নেতা তারাউল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম অকিব, সাংবাদিক বাতিরুল হক সরদার, সাংবাদিক ড. আনসার আহমেদ উল্লাহ প্রমুখ। শোক বার্তায় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জানিছেন।
বিষয়: #উদ্দিন #কাজল #চিন্তক #নিজস্ব #প্রতিবেদক #মহশিন #শোক #সংবাদ #সমাজ




মোংলায় কোস্টগার্ড ও পুলিশের অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক
ফলোআপ-রাণীনগরে হত্যা না আত্নহত্যা নানা গুঞ্জন আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্ন
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে বিদেশি মদ ও নগদ টাকাসহ নারী আটক
টেকনাফে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযানে ১০ হাজার ইয়াবা জব্দ
সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
সুনামগঞ্জ–৫ বিএনপি ঐক্যবদ্ধ: ধানের শীষের বিজয় নিশ্চিত হবে-কলিম উদ্দিন মিলন
সুনামগঞ্জে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার আহবাণ জানালেন ধর্ম উপদেষ্টা
হবিগঞ্জের ৪টি আসন থেকে চারজন এমপি পদপ্রার্থী মনোনয়ন প্রত্যাহার
বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
