বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
![]()
মোফাজ্জল হোসেন বাবু, জয়পুরহাট:
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদ হবে উন্নতি এবং আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এ শ্লোগান নিয়ে জয়পুরহাটে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে জেলা প্রাণীসম্পদ অফিসার মহির উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাটের নবাগত জেলা প্রশাসক আল মামুন মিয়া।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন পাঁচবিবি সার্কেল সিনিয়র এএসপি তুহিন রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: জিয়াউর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক আব্দুল হাকিম, জেলা ভেটেরিনারি অফিসার ডা: রোস্তম আলী, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা: খুরশিদ আলম, সদর উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন, জয়পুরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম।
![]()
জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, কৃষি সমৃদ্ধ জয়পুরহাট জেলার কৃষি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মতো। নিরাপদ আমিষ উৎপাদনে প্রাণীসম্পদ দপ্তর কাজ করছে। স্থানীয় ভাবে এ জেলার আমিষ যেন নিরাপদ হয় এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি গুরুত্বারোপ করেন।
জেলা প্রাণীসম্পদ অফিসার বলেন, জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ এ বছর ৫টি ক্যাটাগরিতে ১৫টি পদক প্রদান করা হয়েছে। তার মধ্যে জয়পুরহাট জেলার ৩জন সফল উদ্যোক্তা প্রাণিসম্পদ উন্নয়নে অবদানের জন্য সারা দেশে ১৫টি পদকের মধ্যে ৩টি পদক পেয়েছে। ১টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক।
প্রদর্শনীতে প্রাণিসম্পদ বিষয়ক প্রায় ৩০ টি স্টল অংশ নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য স্টল হল- দেশীয় জাত, ফুড সেফটি কর্ণার, টেকনোলজি কর্ণার এবং সৌখিন পাখি কর্ণার। এছাড়াও সপ্তাহব্যাপী প্রাণিসম্পদের এ সেবা কার্যক্রমের মধ্যে রয়েছেগরু-ছাগল, হাঁস-মুরগি’র ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিন, স্কুল ফিডিং সহ ২ ডিসেম্বর পর্যন্ত প্রাণিসম্পদ উন্নয়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
বিষয়: #জাতীয় #জয়পুরহাট #প্রদর্শনী #প্রাণীসম্পদ




শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
জয়পুরহাটে জামায়াতে যোগদান করলেন বিএনপি’র অর্ধশতাধিক কর্মী-সমর্থক
শিবগঞ্জে তিনদিনব্যাপি নারী উদ্যোক্তা মেলা শুরু
শিবগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
শিবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী-পথসভা
সাংবাদিকদের সাথে জয়পুরহাট শহর পেশাজিবী শাখার মতবিনিময় সভা
দিনাজপুরে ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
জয়পুরহাটে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান
জয়পুরহাটে জামায়াতের উদ্যোগে জেলা প্রশাসক নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান
