শনিবার ● ৮ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটে জামায়াতে যোগদান করলেন বিএনপি’র অর্ধশতাধিক কর্মী-সমর্থক
জয়পুরহাটে জামায়াতে যোগদান করলেন বিএনপি’র অর্ধশতাধিক কর্মী-সমর্থক
![]()
মোফাজ্জল হোসেন বাবু, জয়পুরহাট:
জয়পুরহাটের কালাই উপজেলায় বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার বিকেলে উপজেলার উদয়পুর ইউনিয়নের বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে তাদের ফুল দিয়ে বরণ করে নেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ।
![]()
জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক কর্মকাণ্ডে উপেক্ষিত হওয়ায় বিএনপি থেকে সরে এসেছেন এসব নেতাকর্মী। এরপর তারা জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে যোগাযোগ করে নতুন করে দলের রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।
সদ্য যোগদান করা কর্মীরা জানান,“আগে অনেক দলের প্রতীকে ভোট দিয়েছি। এবার জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। কিন্তু দল থেকে তাকে মনোনয়ন না দেওয়ায় আমরা হতাশ হই এবং জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নেই। আমরা আজ আনুষ্ঠানিকভাবে জামাতে যোগদান করি।”
এ বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ বলেন,“বিএনপির কর্মী-সমর্থকরা জামায়াতকে ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন। এতে আমি আবেগে আপ্লুত। আগামী নির্বাচনে নবাগতদের সঙ্গে নিয়ে জয়পুরহাট-২ আসনসহ কোরআনের আলোয় আলোকিত বাংলাদেশ গড়তে কাজ করব।”
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর আব্দুল আলিম, উপজেলা জামায়াতের সূরা সদস্য আবু সাঈদ মোঃ রকির উদ্দিন, উদয়পুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাজহারুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আনছার আলী, ৪ নং নাম্বার ওয়ার্ড সেক্রেটারি আজিজার রহমানসহ সহ ইউনিয়নের বিভিন্ন কর্মী ও সমর্থকরা ।
বিষয়: #কর্মী-সমর্থক #জামায়াত #জয়পুরহাট #বিএনপি #যোগদান




শিবগঞ্জে তিনদিনব্যাপি নারী উদ্যোক্তা মেলা শুরু
শিবগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
শিবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী-পথসভা
সাংবাদিকদের সাথে জয়পুরহাট শহর পেশাজিবী শাখার মতবিনিময় সভা
দিনাজপুরে ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
জয়পুরহাটে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান
জয়পুরহাটে জামায়াতের উদ্যোগে জেলা প্রশাসক নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান
বিএফএ জয়পুরহাট জেলা ইউনিটের সভাপতি রওনকুল, সম্পাদক মিনহাজুল নির্বাচিত
পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে জয়পুরহাটে জামায়াতের গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
