শনিবার ● ৮ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটে জামায়াতে যোগদান করলেন বিএনপি’র অর্ধশতাধিক কর্মী-সমর্থক
জয়পুরহাটে জামায়াতে যোগদান করলেন বিএনপি’র অর্ধশতাধিক কর্মী-সমর্থক
![]()
মোফাজ্জল হোসেন বাবু, জয়পুরহাট:
জয়পুরহাটের কালাই উপজেলায় বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার বিকেলে উপজেলার উদয়পুর ইউনিয়নের বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে তাদের ফুল দিয়ে বরণ করে নেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ।
![]()
জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক কর্মকাণ্ডে উপেক্ষিত হওয়ায় বিএনপি থেকে সরে এসেছেন এসব নেতাকর্মী। এরপর তারা জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে যোগাযোগ করে নতুন করে দলের রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।
সদ্য যোগদান করা কর্মীরা জানান,“আগে অনেক দলের প্রতীকে ভোট দিয়েছি। এবার জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। কিন্তু দল থেকে তাকে মনোনয়ন না দেওয়ায় আমরা হতাশ হই এবং জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নেই। আমরা আজ আনুষ্ঠানিকভাবে জামাতে যোগদান করি।”
এ বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ বলেন,“বিএনপির কর্মী-সমর্থকরা জামায়াতকে ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন। এতে আমি আবেগে আপ্লুত। আগামী নির্বাচনে নবাগতদের সঙ্গে নিয়ে জয়পুরহাট-২ আসনসহ কোরআনের আলোয় আলোকিত বাংলাদেশ গড়তে কাজ করব।”
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর আব্দুল আলিম, উপজেলা জামায়াতের সূরা সদস্য আবু সাঈদ মোঃ রকির উদ্দিন, উদয়পুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাজহারুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আনছার আলী, ৪ নং নাম্বার ওয়ার্ড সেক্রেটারি আজিজার রহমানসহ সহ ইউনিয়নের বিভিন্ন কর্মী ও সমর্থকরা ।
বিষয়: #কর্মী-সমর্থক #জামায়াত #জয়পুরহাট #বিএনপি #যোগদান




জয়পুরহাট-১ আসনে জেলা জামায়াতের আমীরের মনোনয়ন পত্র সংগ্রহ
রাণীনগরে দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান
ঐতিহ্যবাহী জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল, সম্পাদক সবুজ
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মোমেন ফকির ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
জয়পুরহাটে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক
ফুলবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন
ফুলবাড়ীতে প্রাণের চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ ও বোরো ধানের বীজ বিতরণ এর কার্যক্রম উদ্বোধন
জয়পুরহাটে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
