বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার
এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার
বজ্রকণ্ঠ :::
![]()
ঋণ বিতরণে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফিরোজ হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে।
দুদক সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট ফিরোজ হোসেনসহ ২১ জনের বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে একটি মামলা করা হয়েছিল।
এজাহারে বলা হয়েছে, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ‘মদিনা ডেটস অ্যান্ড নাটস’ নামের একটি প্রতিষ্ঠান ব্যাংক কর্তৃপক্ষের যোগসাজশে নিয়মবহির্ভূতভাবে বিশাল অঙ্কের এই অর্থ আত্মসাৎ করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ওই প্রতিষ্ঠানটি কোনো প্রকার জামানত ছাড়াই এবং প্রকৃতপক্ষে কোনো পণ্য ক্রয় না করেই এক্সিম ব্যাংক থেকে ৮৫৮ কোটি টাকা ঋণ বাবদ উত্তোলন করে আত্মসাৎ করে।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন, ৫(২) ধারা এবং ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এই মামলায় এর আগে অপর আসামি ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে ২০২৪ সালের ১ অক্টোবর গুলশান থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছিল।
অন্য আসামিরা হলেন- মদিনা ডেটস অ্যান্ড নাটসের প্রোপ্রাইটর মোজাম্মেল হোসাইন, এক্সিম ব্যাংকের মো. আসাদ মালেক, মোসা. জেবুন্নেসা বেগম, কাওসার আহমেদ, মোহাম্মদ আরমান হোসেন, মো. আনিছুল আলম, মো. ইছরাইল খান, মো. মঈদুল ইসলাম, মাকসুদা খানম, মো. জসিম উদ্দিন ভূঁইয়া, শাহ মো. আব্দুল বারি এবং মো. হুমায়ুন কবীর।
এ ছাড়াও রয়েছেন মো. নজরুল ইসলাম স্বপন (সাবেক পরিচালক ও বর্তমান চেয়ারম্যান), মো. আব্দুল্লাহ, মো. নুরুল আমিন, অঞ্জন কুমার সাহা, মো. নাজমুস ছালেহিন (সাবেক স্বতন্ত্র পরিচালক) এবং মিয়া মোহাম্মদ কাওছার আলম (সাবেক স্বতন্ত্র পরিচালক)।
বিষয়: #এক্সিম #এমডি #গ্রেফতার #ফিরোজ #ব্যাংক #সাবেক




রাউজানে বিএনপির সভা থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ৫
ফোনে অশ্লীল বার্তা পাঠালে ২ বছরের দণ্ড, দেড় কোটি টাকা জরিমানা
ঝিনাইদহে যুবলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ
যৌন নিপীড়নের অভিযোগে জুতার মালা দিয়ে মুক্তিযোদ্ধাকে পুলিশে সোপর্দ
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় হামলা, বিএনপির এমপি প্রার্থী গুলিবিদ্ধ
বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ
চট্টগ্রামে এমপিপ্রার্থীর গণসংযোগে গুলি, বিএনপিকর্মী নিহত
অবুঝ ১৫ মাসের শিশুকে প্রাণে হত্যার হামলা
হবিগঞ্জের মাধবপুরে ১ হাজার পিছ ইয়াবা সহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।।
