

শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » বিশেষ » ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
বজ্রকণ্ঠ
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। মাঝে কিছুদিন ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও ফের ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে শহরটির বাতাস।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৭৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এদিকে, একই সময়ে ৩০৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। যা ঝুঁকিপূর্ণ বলেও বিবেচিত। এছাড়া ১৬৭ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে দেশটির করাচি শহর।
অন্যদিকে, ২১৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর আর ২০০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা।
১৮৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো, কংগোর রাজধানী কিনশাসা ১৭৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে, ১৭৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।
আফগানিস্তানের রাজধানী কাবুলের বাতাসও অস্বাস্থ্যকর। ১৫৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় অষ্টম স্থানে রয়েছে দেশটি।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা আইকিউএয়ারের স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিষয়: #ছুটি #ঢাকা #দিন #বাতাস #‘অস্বাস্থ্যকর’

