

রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » নোয়াখালী » নোয়াখালীতে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা
নোয়াখালীতে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় চোর আখ্যা দিয়ে লোকমান হোসেন (৩৫) নামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের এক কর্মচারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা। তিনি জানান, নিহতের সহকর্মী মো. মোস্তাফিজ বাদী হয়ে তিনজনকে আসামি করে শুক্রবার রাতে মামলা দায়ের করেন। এর পরপরই তাৎক্ষণিক অভিযান চালিয়ে জাহাজমারা ইউনিয়নের চরহেয়া গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি তারেক আজিজকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
নিহত লোকমান হোসেন শেরপুর জেলার চকপাড়া সোনারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পিডিবির ঠিকাদারের কর্মী হিসেবে হাতিয়ায় দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লোকমান ও তার সহকর্মী মোস্তাফিজুর রহমান (২৮) বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষে অবশিষ্ট স্ক্রাব বিক্রি করেন স্থানীয় একটি ভাঙারি দোকানে। পরে মালামালের ওজন যাচাই করতে দোকানে গেলে স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি তারেক আজিজসহ তিনজন তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলে।
অভিযুক্তরা দুই কর্মীকে ভয়ভীতি ও গালিগালাজ করার পর বেঁধে মারধর করে। একপর্যায়ে লোহার রেঞ্জ দিয়ে লোকমানের হাত ও পিঠে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে পুলিশের দাবি, মারধরের পর আতঙ্কে তিনি মারা যেতে পারেন।
পরদিন শুক্রবার বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালের ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জড়িত অন্য দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি আজমল হুদা।
বিষয়: #আখ্যা #চোর #দিয়ে #নোয়াখালী #পিটিয়ে #যুবক #হত্যা