

শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » বিনোদন » অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষু ব্ধ প্রভা
অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষু ব্ধ প্রভা
বজ্রকণ্ঠ “সময়ের সাহসী অনলাইন পত্রিকা”
টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা এবার ক্ষোভ প্রকাশ করলেন একটি ভ্রমণ সংস্থার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, অনুমতি ছাড়াই তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করা হচ্ছে ওই প্রতিষ্ঠানের প্রচারণায়।
প্রভার দাবি, ‘ট্র্যাভেল ট্র্যাকারস’ নামের একটি এজেন্সি তার কোনো অনুমতি ছাড়াই ছবি ও ভিডিও নিজেদের বিজ্ঞাপনে ব্যবহার করছে। অথচ ওই সংস্থার কাছ থেকে তিনি কোনো সেবা নেননি।
প্রভার ভাষায়, ‘তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি ভ্রমণে যাই নিজের টাকায়। অথচ আমার ছবি ও ভিডিও তারা ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার করছে। এটি সম্পূর্ণ অনৈতিক।’
অনুমতিবিহীন কনটেন্ট ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি আরও বলেন ‘আমার অনুমতি ছাড়া কেন আপনারা ছবি-ভিডিও ব্যবহার করছেন? আমি কোনো অনুমতি দিইনি। এটা ঠিক কাজ নয়।’
তবে এ অভিযোগ নিয়ে ট্রাভেল ট্র্যাকারসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একই সঙ্গে আরেকটি ভুল ধারণার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। বুধবার (২০ আগস্ট) এক লাইভ ভিডিওতে তিনি জানান, সম্প্রতি অনেকেই তাকে মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচয় দিচ্ছেন।
প্রভা বলেন ‘একটি শর্ট কোর্স করেছি বলে আমি মেকআপ আর্টিস্ট, এটা মানে না।’
২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন প্রভা। ২০০৭ সাল থেকে তিনি নিয়মিত নাটকে অভিনয় করছেন এবং ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন।
বিষয়: #অনুমতি #ক্ষু ব্ধ #ছবি #ছাড়া #নিয়ে #প্রভা #ব্যবহার #ভিডিও