বুধবার ● ৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » নবীগঞ্জ » হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের ঘটনায় র্যাবের হাতে ২৮ জন গ্রেফতার
হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের ঘটনায় র্যাবের হাতে ২৮ জন গ্রেফতার
বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
![]()
হবিগঞ্জের নবীগঞ্জে আলোচিত পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই, পথরোধ করে মারপিট, সরকারি কাজে বাঁধা প্রদান সহ উস্কানিমূলক ও অপমানজনক কথাবার্তার মামলায় এজাহারভুক্ত ২৮ জন আসামি হাইকোর্ট থেকে জামিন আনতে আনতে গিয়ে পথিমধ্যে গতকাল রাতে র্যাব- ১৪ এর সিপিসি-২ এর সদস্যরা তাদেরকে গ্রেফতার করেন।
জানাযায়, এজহারভুক্ত আসামিরা নবীগঞ্জ থানার আলোচিত মামলা নং ২১/২৫ ইং এর আসামি। তারা জামিনের উদ্দেশ্যে রাজধানী ঢাকার হাইকোর্টে যাওয়ার জন্য রওনা দেন। পথেমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১৪ এর একটি দল তাদের আটক করেন। পরে আটককৃতদের নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলম এর মাধ্যমে সোমবার হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
আটককৃত আসামিরা হলো, আমানুল্লাহ, মোঃ রুবেল, মোহাম্মদ জিতু মিয়া, হারিস মিয়া, মোঃ সুমন মিয়া, ফয়েজ আহমদ, জামাল হোসেন, আশ্বাব আলী, খাইরুল ইসলাম, আফজাল মিয়া, আনর মিয়া, আব্দুল বাছেত, আব্দুল আউয়াল, মোহাম্মদ সায়েক, জাহাঙ্গীর মিয়া, সাজ্জাদুর রহমান, মোঃ রাসেল আহমদ, কাজী রিপন আহমেদ, গোলাম হোসেন রিপন, মোহাম্মদ লুৎফুর রহমান, আব্দুল ওয়াহিদ, মুস্তাকিন আহমেদ, আজিরুদ্দীন, নুর মিয়া, আবুল কালাম আজাদ, আব্দুস শহীদ, আব্বাস মিয়া ও মোহাম্মদ তুফায়েল।
উল্লেখ্য যে, নবীগঞ্জ উপজেলার জনতার বাজারে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনায় দায়ের করা হয়েছিল একটি মামলা। আসামিরা পুলিশের কাছ থেকে অন্য আসামি ছিনিয়ে নেয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে সরকারি কাজে বাঁধা সৃষ্টি করেছে বলে অভিযোগ রয়েছে। র্যাব ও পুলিশের যৌথ অভিযানে অসংখ আসামি একসাথে গ্রেফতার হওয়ায় খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়: #নবীগঞ্জ #পুলিশ #হবিগঞ্জ




নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার
“নাশকতার ছক ফাঁস! আওয়ামী লীগ ও যুবলীগ সাবেক দুই নেতা পুলিশের হাতে আটক!
হবিগঞ্জের নবীগঞ্জে শিক্ষক লাঞ্ছিত ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি আইন শৃংখলা কমিটির বৈঠকে নিষ্পত্তি
নবীগঞ্জে জন সম্মূখে এক শিক্ষককে ক্ষমা চাওয়া ও স্টাম্পে মুছলেখার ঘটনা প্রকাশ করায় ১ সাংবাদিক সহ ৫ জনের বিরুদ্ধে মামলা
মব সৃষ্টি করে গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে লাঞ্চিত!
হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব শত্রুর জের ধরে জুম্মার নামাজের সময় কুপিয়ে হত্যা! রাতেই ঘাতক রাসেল র্যাবের হাতে আটক
অবুঝ ১৫ মাসের শিশুকে প্রাণে হত্যার হামলা
ঢাকা-সিলেট মহাসড়কের সদরঘাট এলাকায় সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার।।
হবিগঞ্জের সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশি মদ- মদের ওয়াস ১৫২ লিটার সহ গ্রেফতার-১
নবীগঞ্জে অনলাইন প্রেসক্লাবের মত বিনিময় সভা অনুষ্ঠিত।
