

বুধবার ● ৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » নবীগঞ্জ » নবীগঞ্জে ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় উদযাপন কনসার্ট ও পুরস্কার বিতরণ
নবীগঞ্জে ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় উদযাপন কনসার্ট ও পুরস্কার বিতরণ
বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানের বিজয় উদযাপন উপলক্ষে বিজয় র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) নবীগঞ্জ উপজেলার ব্যবস্ততম জনবহুল ঢাকা সিলেট মহা সড়কের ঐতিহ্যবাহী আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আউশকান্দি স্কুল ও কলেজের প্রধান শিক্ষক লুৎফুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পজিপ কর্মকর্তা সাকিল আহমদ সহকারী অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, সহকারী অধ্যাপক শাহীন আক্তার, সহকারী অধ্যাপক ফাতেমা মোতালেব, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সিনিয়র শিক্ষক ফাতেমা আরা বেগম প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন, ম্যানিজিং কমিটির সদস্য রোমান আহমেদ, শিক্ষার্থী রায়হান রউফ, নাফি আহমেদ, রেজা আহমেদ, শাহিন আহমেদ, নোমান আহমেদ, ইসমাইল আহমেদ, আব্দুর রহিম, শাফনা মিয়া, ফাহিম মিয়া, জয়, মান্না আহমদ, মাহের ইসলাম, সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, সাবেক, বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকরা। এবং স্কাউট ও গার্লস গাইড পুরো অনুষ্ঠান জুড়ে অংশ নেয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা প্রথমেই স্মরণ করছি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন। বিজয়ের এক বছর পূর্ণ হলেও প্রত্যাশা পূরণে এখনও অনেক ঘাটতি আছে। রাষ্ট্রের সকল সেক্টরে সংস্কার চলছে, সামনে জাতীয় নির্বাচন, আমাদের সকলকে সজাক থাকতে হবে। এখনো শহীদদের হত্যার বিচার হয়নি। আমাদের প্রত্যাশা ছিল শেখ হাসিনার ফাঁসি ও আওয়ামী ফ্যাসিস্টদের বিচার। কিন্তু আমাদের কাংখিত অনেক কিছু এখনও অর্জিত হয়নি। তবে, যারা আওয়ামীলীগকে পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধেও আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ্।
বিষয়: #আগস্ট #ঐতিহাসিক #গণঅভ্যুত্থান #নবীগঞ্জ