বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » গ্রুপের জন্য নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ
গ্রুপের জন্য নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক::
হোয়াটসঅ্যাপে অসংখ্য গ্রুপে যুক্ত আছেন। বন্ধুদের কিংবা অফিসের। অনেক সময় হয় যে কোন গ্রুপে যে কি কথা চলছে তা বুঝতে পারেন না। ব্যস্ততার কারণে হয়তো কিছুক্ষণ গ্রুপের বাইরে ছিলেন, সেই ফাঁকে গ্রুপের কথাবার্তা এগিয়ে গেছে অনেকদূর।
এবার এই সমস্যার সমাধান আনলো হোয়াটসঅ্যাপ। নতুন ফিচার যুক্ত করেছে ব্যবহারকারীদের জন্য। যেটি গ্রুপ ব্যবহারকারীদের এখন আরও স্বাচ্ছন্দ্যে গ্রুপ ব্যবহার করতে দেবে।
নতুন ফিচারের সাহায্যে ইউজাররা কোনো গ্রুপে না ঢুকেও বুঝতে পারবেন সেখানে কী ঘটছে। আপাত ভাবে এই আপডেট খুব সামান্য বলে মনে হলেও এর প্রভাব সুদূরপ্রসারী হবে ইউজারদের গ্রুপ চ্যাটের অভিজ্ঞতায়, এমনটাই মনে করছে প্রযুক্তি বিশ্লেষকরা।
এতদিন পর্যন্ত কোনো গ্রুপের ভেতরে ঢুকলে দেখা যায় কেউ ‘টাইপিং’ করছে কি না। এমনকি একাধিক ইউজার টাইপ করলেও সেই আপডেট পাওয়া যায়। কিন্তু এবার চ্যাট লিস্ট থেকেই দেখা যাবে কোন গ্রুপ চ্যাটে কে বা কারা এই মুহূর্তে মেসেজ টাইপ করছেন। তবে একের বেশি ইউজার মেসেজ রেকর্ড করলে তা অবশ্য জানা যাবে না এই ফিচার থেকে।
এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইউজারদের কেবল একজনের নামই দেখাবে, যেমনটা আগে থেকেই দেখায়। সুতরাং টাইপিং আপডেট পেলেও ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে এখনো পুরনো অভিজ্ঞতাই হবে ইউজারদের।
তবে এই আপডেট কেবল গ্রুপ চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পাশাপাশি এটি এখনই আইওএস ইউজাররা পাবেন না। এদিকে অ্যান্ড্রয়েড তথা বিটা ইউজারদের ক্ষেত্রেও আপাতত একেবারে সাম্প্রতিক ভার্শন ব্যবহারকারীদের একটি ছোট অংশেই এটি দেখা যাচ্ছে। ধীরে ধীরে সবাই এই আপডেটটি পাবেন।
সূত্র: হোয়াটসঅ্যাপ ব্লগ
বিষয়: #আনলো #গ্রুপের #জন্য #নতুন #ফিচার #হোয়াটসঅ্যাপ




বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি
সৌন্দর্য ও শক্তির মেলবন্ধনে নোট সিরিজের নতুন ফোন আনছে ইনফিনিক্স
দেশের বাজারে এক্স৯ডি উন্মোচন করল অনার ক্রিকেটার সাইফ হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা
বাংলাদেশে প্রথমবার ‘ড্যান্সিং অরোরা’ডিজাইনে অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বাংলাদেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো
দেশের সমৃদ্ধ ডিজিটাল ভবিষ্যতের লক্ষ্যে নতুন রূপে, পরিচয়ে বাংলালিংক
বাংলালিংকের মাইবিএল অ্যাপে গ্রাহকের হাতেই এখন ডিজিটাল নিয়ন্ত্রণ
আইএসপি সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে: টেলিযোগাযোগ মন্ত্রণালয়
অনারের ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ আলফা ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন
