বুধবার ● ২ জুলাই ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » গণতান্ত্রিক ছাত্রসংসদ সুনামগঞ্জ জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত
গণতান্ত্রিক ছাত্রসংসদ সুনামগঞ্জ জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
![]()
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সুনামগঞ্জ জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে। এতে সুনামগঞ্জের রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূলধারার সক্রিয় প্রধান সংগঠক ছাত্রনেতা এনডি উছমান গনি আহবায়ক মনোনিত হয়েছেন। অন্যান্যদের মধ্যে সাইমন আহমেদ শিহাব সিনিয়র যুগ্ম আহবায়ক,মোঃ শরীফ উদ্দিন,নজরুল ইসলাম,জহিরুল ইসলাম তারেক,আলী ইমরান,মিজান মিয়া,সাইফুল ইসলাম,আরিফুল ইসলাম,দ্বীন ইসলাম যুগ্ম আহবায়ক,মোঃ রিদওয়ানুল হক নিহাল সদস্যসচিব,ফয়সাল জামান সিনিয়র যুগ্ম সদস্যসচিব,সালেহা বেগম,সাজ্জাদুর রহমান শাহিন,মাহমুদুল হাসান তোহা,তোফায়েল আহমেদ,মোঃ নোহান মাহদি চৌধুরী,আরিফুল ইসলাম জোহান,জহিরুল ইসলাম,মোফাচ্ছির আহমদ মুহিত যুগ্ম সদস্যসচিব,ইকরাম আলী সিয়াম মুখ্য সংগঠক,সাব্বির আহমেদ সিনিয়র সংগঠক,শরিফ হোসেন মিজান,সামিউল কবির চৌধুরী সজাগ,মাইনুল ইসলাম,স্বাধীন খান,খোকন মোহাম্মদ রিয়ান,ইসলাম উদ্দিন,আনিকুল ইসলাম,মোহাম্মদ আলী,রেদোয়ান আহমেদ,আহসান হাবিব আরাফাত,রাব্বি হোসেন,আহমেদ শফি,সঞ্জিত দাস,রাতুল সংগঠক,নাইম আহমেদ অন্তর মুখপাত্র,বায়েজিদ আহমেদ সহ মুখপাত্র,সেজু মিয়া,জনি,শাহরিয়ার আলম নাইব,তাবারক হোসেন রনি,মোঃ আরিফ,দীপা আক্তার,তানিয়া হোসেন ফাইজা,মোঃ জোবায়ের,মুত্তাকীন আহমেদ,লামিছা আক্তার,নাঈম মিয়া,অপূর্ব দাশ ও মিনহাজুল হক রাহি সদস্য মনোনিত হয়েছেন। মঙ্গলবার (১লা জুলাই) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসান আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর লিখিত সুপারিশক্রমে এই কমিটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করে কেন্দ্রীয় কমিটি। সুনামগঞ্জে এ গ্রেডের জুলাই যোদ্ধা মোঃ জহুর আলী বলেন,দীর্ঘ এক বছরের ধারাবাহিক আন্দোলন,ত্যাগ ও সংগ্রামের ফলে প্রতিভাবান ছাত্রনেতা এনডি উছমান গনি তার সহকর্মীদের পুরো টীম নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সুনামগঞ্জ জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন লাভ করেছেন। এটা তার একাগ্র সাধনার ফসল ও লেগে থাকার স্বীকৃতি। এজন্য আমি নবগঠিত আহবায়ক কমিটির ছাত্র নেতাদেরকে সকল জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।
বিষয়: #গণতান্ত্রিক #ছাত্রসংসদ #সুনামগঞ্জ




ছাতকে নাশকতা মামলার পলাতক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সুনামগঞ্জে হাওর নদী ও পরিবেশ রক্ষা আন্দোলন’র কমিটি গঠিত : সভাপতি মিজান-সম্পাদক দেলোয়ার
ছাতকে পল্লী বিদ্যুতের ‘গড়-বিলের কারসাজি’—গ্রাহকরা জিম্মি দুর্নীতির দৌরাত্ম্যে!
সুনামগঞ্জে খাল পুনরুদ্ধার ও সংরক্ষণে আদালতের নির্দেশনা বাস্তবায়নে সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের ৫ আসনে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
একই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন সুনামগঞ্জের আকিকুর রহমান
সুনামগঞ্জে মৎস্য প্রক্রিয়াকরণ শ্রমিক-র্কমচারীদেরকে সরকার ঘোষিত মজুরি প্রদানের দাবিতে স্মারকলিপি
সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন করলো পদক্ষেপ
ছাতকে নাশকতার অভিযোগে আ.লীগ–যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
সুনামগঞ্জ ২ আসনে শিশির মনিরকে ঠেকাতে ঐক্যবদ্ধ হলেন বিএনপির দুই এমপি
