সোমবার ● ২৩ জুন ২০২৫
প্রথম পাতা » খেলা » আইএসডিতে শুরু হচ্ছে বার্সা অ্যাকাডেমি সামার ক্যাম্প ২০২৫
আইএসডিতে শুরু হচ্ছে বার্সা অ্যাকাডেমি সামার ক্যাম্প ২০২৫
বজ্রকণ্ঠ সংবাদ:::
![]()
[ঢাকা, ২২ জুন, ২০২৫] আবারও ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) ক্যাম্পাসে ফিরে এসেছে ফুটবলের রোমাঞ্চ। স্কুল ক্যাম্পাসে শুরু হচ্ছে বার্সা অ্যাকাডেমি সামার ক্যাম্প ২০২৫। পাঁচ দিনব্যাপী এ ট্রেইনিং ক্যাম্প চলবে ২২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত। এর আগে, ২০২৩ সালের অক্টোবরে আইএসডি ক্যাম্পাসে আয়োজিত হয় অটাম ট্রেইনিং ক্যাম্প, যার সাফল্যের ধারাবাহিকতায় এবার আয়োজিত হচ্ছে সামার ট্রেইনিং ক্যাম্প।
সামার ক্যাম্পে অংশগ্রহণকারীরা পাবেন বিশ্ব মানসম্পন্ন প্রশিক্ষণ। তিনটি বয়সভিত্তিক বিভাগে ক্যাম্পটি পরিচালিত হবে: ১১ বছর বা অনূর্ধ্ব, ১৪ বছর বা অনূর্ধ এবং ১৮ বছর বা অনূর্ধ্ব। প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে ক্যাম্পের প্রশিক্ষণ কার্যক্রম, দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত থাকছে খাবারের বিরতি। ক্যাম্পের শেষ দিনে নিষ্ঠা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে সকল অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে।
টেইনিং ক্যাম্পের সেশনগুলো পরিচালনা করবেন বার্সা অ্যাকাডেমির অভিজ্ঞ কোচ জাভিয়ের তারসা ও এরিক বেনাভিদেস। ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনসের (উয়েফা) তৃতীয় স্তরের লাইসেন্সপ্রাপ্ত কোচ জাভিয়ের তারসার টেকনিক্যাল কো-অর্ডিনেটর হিসেবে কাজ করার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। একইসাথে, তিনি ফিজিক্যাল ট্রেইনার হিসেবেও কাজ করেছেন। অন্যদিকে, আন্তর্জাতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ বার্সা কোচ এরিক বেনাভিদেস প্রশিক্ষণের ক্ষেত্রে টেকনিক্যাল কোচিং ও স্পোর্টস ফিজিওথেরাপির সমন্বয়ে বিশেষভাবে পারদর্শী। ফ্রান্স, আর্জেন্টিনা, বেলজিয়াম ও ইতালিতে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার।
সামার ক্যাম্প নিয়ে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল সিস্তিয়াগা বলেন, “ফুটবলের কাছে জাতি, সংস্কৃতি ও ভাষার কোন সীমা নেই। ফুটবল নিয়ে বার্সার মূল্যবোধ এবং একইসাথে স্পেনের ফুটবলের সেরা সব কৌশল সম্পর্কে বাংলাদেশের তরুণেরা জানার সুযোগ পাচ্ছেন, এজন্য আমি আনন্দিত ও গর্বিত। এই উদ্যোগ গ্রহণের জন্য আইএসডি -কে আমার অভিনন্দন।”
আইএসডি’র পরিচালক স্টিভ ক্যাল্যান্ড-স্কোবল বলেন, “আবারও আমরা আইএসডি -তে বার্সা অ্যাকাডেমি নিয়ে আসতে পেরে উচ্ছ্বসিত। এ সামার ক্যাম্প তরুণ শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠন ও প্রতিভা বিকাশ এবং তাদের জন্য মাঠের ভেতর ও বাইরে বিশ্বমানের সুযোগ তৈরির ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।”
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাইস প্রেসিডেন্ট ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম বলেন, “বার্সা একাডেমি ও আইএসডির অংশীদারিত্বের মত এমন যৌথ উদ্যোগ দেশের ফুটবলের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এতে তরুণ ফুটবলাররা ঢাকাতেই বিশ্বের সেরা প্রশিক্ষকদের কাছ থেকে শেখার সুযোগ পাচ্ছেন, যা তাদের অনুপ্রাণিত করবে।”
এ সামার ক্যাম্প ফুটবল নিয়ে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি, ফুটবল নিয়ে বার্সার মূল্যবোধ—বিনয়, কঠোর পরিশ্রম, লক্ষ্য ও দলগত চেতনা, সম্ভাবনাময় তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে। ইনিয়েস্তা, পিকে, মেসি ও বুসকেটসের মত কিংবদন্তীরা যে ফুটবল দর্শনে নিজেদের গড়ে তুলেছেন, সে একই দর্শনে নিজেদের উদ্বুদ্ধ করার সুযোগ পাবেন এ ক্যাম্পে অংশগ্রহণকারীরা।
বিষয়: #বজ্রকণ্ঠ #সংবাদ




কিংবদন্তি ফুটবলার জন রবার্টসন আর নেই
রাণীনগরের করজগ্রাম ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত
আলাভেসকে হারিয়ে রিয়ালের স্বস্তির জয়
শিবগঞ্জে উপজেলা প্রশাসন ফুটবল উৎসব টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
প্রতিশোধ নেয়ার রাতে ইউনাইটেড-টটেনহ্যামের সমতা
কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের বিদায়
তিনবার পিছিয়ে পড়ে সমতায় পয়েন্ট ভাগিয়ে নিলো বার্সা
নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি
ফিফা-২০২৬ বিশ্বকাপের ১০ লাখ টিকিট বিক্রি
