শুক্রবার ● ২০ জুন ২০২৫
প্রথম পাতা » বানিয়াচং » বানিয়াচং উপজেলা তারাসই গ্রামের সাদেক মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ড
বানিয়াচং উপজেলা তারাসই গ্রামের সাদেক মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ড
বজ্রকণ্ঠ সংবাদ::
![]()
খবর পেয়ে বানিয়াচং সদর থেকে ফায়ারসার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থলের উদ্যেশে রওয়ানা দেওয়ার খবর পাওয়া যায়।
এছাড়াও উপস্থিত সময়ে আগুন নেভাতে আসা গ্রামবাসী জানান, ছেলেকে মোটর সাইকেল কিনে না দেওয়ায় সাদেক মিয়ার ছোট ভাই মারুফ এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটিয়েছেন বলে তারা জানিয়েছেন।
জানাযায়,২০জুন (শুক্রবার)সাদেক মিয়া পরিবারের সদস্যদের নিয়ে হবিগঞ্জ শহরে বসবাস করে আসছেন।
সাদেক মিয়ার ঘরের আশপাশের লোকজন হঠাৎ করে দেখতে পান সাদেক মিয়ার ঘরে এতো গভীর রাতে আগুনের লেলিহান দাও দাও করে জ্বলছে এবং মুহূর্তের মধ্যে ঘরের চারদিকে ছড়িয়ে পড়ছে।
তাৎক্ষণিক তারা চিৎকার শুরু করে যার যার ঘর থেকে বাহিরে বেরিয়ে আসেন।
এসময় তাদের চিৎকারে আশপাশের অন্যান্য বাড়ি ঘরের লোকজন ও ছুটে আসেন আগুন নেভাতে।
সময় যতো গড়াচ্ছে আগুনের মাত্রাও বাড়ছিলো।
এদিকে গ্রামবাসীও চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আগুন নেভানোর কাজে।
এতো গভীর রাতে আগুনের খবরটি পুরো গ্রামে জানাজানি হয়ে গেলে,তাৎক্ষণিক দলে দলে গ্রামবাসী সবাই ছুটে আসেন সাদেক মিয়ার বাড়িতে আগুন নেভাতে।
অন্যদিকে রাত আনুমানিক দেড়টার অগ্নিকান্ডের খবর পেয়ে বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন সংলগ্ন ফায়ারসার্ভিস এর একটি ইউনিট তারাসই গ্রামে পৌঁছে গ্রামবাসীর সহয়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে রাত বেশি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় রহস্যর জন্ম দিয়েছে এবং সাদেক মিয়ার আত্বীয় স্বজনদের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ রয়েছে।
বিষয়: #অগ্নিকাণ্ড #উপজেলা #গ্রাম #তারাসই #বসতঘর #বানিয়াচং #মিয়া #সাদেক




হবিগঞ্জের বানিয়াচং সড়কে বিজয় দিবসের দিনে মোটরসাইকেল ও মিশুক গাড়ি সংঘর্ষে নিহত ১জন আহত ২।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে ইয়াবা ব্যবসায়ী মুসা চৌধুরীকে বিপুল পরিমাণ ইয়াবা সহ আটক করে সেনাবাহিনী।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে রাতের আঁধারে হাওরে হাত-পায়ের রগ কেটে মাহফুজ মিয়া নামের একজনকে হত্যার মুল হোতা মারুফ তালুকদারকে গ্রেফতার করে র্যাব।।
পলাতক আসামী ইউপি চেয়ারম্যান মঞ্জু কুমার দাস গ্রেফতার
হবিগঞ্জের বানিয়াচংয়ে মাসের ভিতরে ২য় বার ধ্বসে পড়লো কোটি টাকা ব্যয়ে নির্মিত উপজেলা মডেল মসজিদের ছাঁদ!
হবিগঞ্জের বানিয়াচংয়ে মাসের ভিতরে ২য় বার ধ্বসে পড়লো কোটি টাকা ব্যয়ে নির্মিত উপজেলা মডেল মসজিদের ছাঁদ!
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৮বছর বয়সী শিশু তামিম নিখোঁজের ৯ঘন্টা পর পুকুরে মিললো মরদেহ।।
শীর্ষ মাদক সম্রাট সাইদুল হক সেনাবাহিনীর হাতে গ্রেফতার
হবিগঞ্জের বানিয়াচংয়ে এসএসসি পরিক্ষার্থী অপহরণের আড়াই মাস পর উদ্ধার। অপহরনকারীকে গ্রেফতার করে র্যাব।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯মার্ডার মামলার পলাতক আসামী পালিয়েছে হাতকড়া নিয়ে…
