শুক্রবার ● ১৩ জুন ২০২৫
প্রথম পাতা » খুলনা » করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি
মনির হোসেন, মোংলা
![]()
সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বন্দর সংশ্লিষ্টদের।
১৩ জুন শুক্রবার সকাল থেকে বন্দর জেটির প্রধান গেটে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি। বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার।
এ ছাড়া বন্দরে আসা বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিক ও বন্দরে কর্মরত শ্রমিকদের জন্য থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। এ ভাইরাসের প্রতিরোধে বিদেশি জাহাজের নাবিকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্দর জেটিতে প্রবেশে হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার, তাপমাত্রা পরীক্ষা ও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া আগামী ১৫ জুন অফিস খুলছে, সেক্ষেত্রে সবাইকে করোনার বিধিনিষেধ মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বন্দর হাসপাতাল থেকেও সর্তকতা জারি করা হয়েছে। কারও মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে হাসপাতালের বিশেষ দুটি নম্বরে যোগাযোগ করতে বলে হয়েছে। বর্তমানে মোংলা বন্দরে আমদানি-রফতানি একেবারেই স্বাভাবিক রয়েছে। জেটিতে লোডিং-আনলোডিং হচ্ছে। আমদানি রপ্তানিকারকরা বন্দরে আসছেন তাদের পণ্য লোড-আনলোড করার জন্য।
এ ছাড়াও বন্দরের ফেয়ারওয়েসহ বিভিন্ন পয়েন্টে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে।
বিষয়: #করোনা #প্রতিরোধ #বন্দরে বিশেষ সতর্কতা জারি #ভাইরাস #মোংলা #সংক্রমণ




কোস্টগার্ডের অভিযানে বিরল প্রজাতির ৬২ কচ্ছপ উদ্ধার
মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল ও পলিথিন জব্দ
মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত
বিএনপি ক্ষমতায় গেলে মোংলা বন্দরকে আরো সমৃদ্ধ করা হবে
মোংলায় দক্ষিণাঞ্চল সেবা সংঘের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
রাস মেলা থেকে নিখোঁজ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
