শিরোনাম:
ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও।

Bojrokontho
রবিবার ● ১৬ জুন ২০২৪
প্রথম পাতা » খেলা » স্পেনের কাছে পাত্তা পেল না ক্রোয়েশিয়া
প্রথম পাতা » খেলা » স্পেনের কাছে পাত্তা পেল না ক্রোয়েশিয়া
২৩৬ বার পঠিত
রবিবার ● ১৬ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্পেনের কাছে পাত্তা পেল না ক্রোয়েশিয়া

ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেন ও ক্রোয়েশিয়ার ‘বিগ ম্যাচ’ শুরুর দিকে খুব একটা জমেনি। কোনও দলই সেভাবে আক্রমণে যেতে পারেনি। ম্যাচে প্রাণ ফেরে আধঘণ্টার মাথায়। তিন মিনিটে দুটি গোল করে স্পেন। হাফটাইমের আগেই ক্রোটদের ম্যাচ থেকে ছিটকে দেয় তিনবারের চ্যাম্পিয়নরা। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ৩-০ গোলে জিতেছে স্পেন।

২৯ মিনিটে ফ্যাবিয়ান রুুইজের পাস ধরে ক্রোট ডিফেন্ডারদের চ্যালেঞ্জ পাশ কাটিয়ে আলভারো মোরাতা বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে গোল করেন। ২০১৬ ও ২০২০ ইউরোর পর আরেকবার ক্রোয়েশিয়াকে গোল দিলেন স্পেন অধিনায়ক। সুনির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিযনশিপে গোল করা প্রথম খেলোয়াড় হলেন মোরাতা।

একই সঙ্গে ইউরোতে যৌথভাবে তৃতীয় শীর্ষ গোলদাতা হলেন তিনি। সাত গোল করে আন্তোয়ান গ্রিয়েজম্যান ও অ্যালান শিয়ারারের পাশে বসলেন মোরাতা। সর্বোচ্চ ১৪টি গোল রোনালদোর, নয় গোল করে দুই নম্বরে ফরাসি লিজেন্ড মিশেল প্লাতিনি।

গোল খেয়েই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ক্রোয়েশিয়া। ৩১ মিনিটে মাতেও কোভাচিচ আক্রমণে যান এবং বক্সের বাইরে থেকে নেওয়া তার শট স্পেন গোলকিপার উনাই সিমন সহজে আটকে দেন।

পরের মিনিটে রুইজ পায়ের দারুণ কাজ দেখিয়ে তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জাল কাঁপান। ২-০ গোলে এগিয়ে যায স্পেন।

আবারও গোলশোধের চেষ্টা করে ক্রোটরা। ৩৪ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের শট ফিরিয়ে দেন সিমন, ফিরতি শট নেন লোভ্রো মাহের, তবে সাইড নেটে জড়ায় বল।

৪২ মিনিটে গোল শোধ করেই ফেলেছিল ক্রোয়েশিয়া। জোসকো জিভারদিওলের শট দূরের পোস্টের সামনে দিয়ে বাইরে চলে যায়, আন্তে বুদিমির বলে পা ছোঁয়াতে পারলে গোল হতে পারতো।

ইনজুরি টাইমের শেষ মুহূর্তে আরেকটি গোল করে স্পেন। ডানদিক থেকে লামিনে ইয়ামালে বল ভাসান গোলপোস্টের সামনে। ক্রোয়েশিয়ার রক্ষণভাগ ফাঁকি দিয়ে বলের গতিপথ বুঝে এগিয়ে যান দানি কারভাহাল। গোলমুখের সামনে থেকে পাঁয়ের আলতো ছোঁয়ায় জালে বল জড়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের গোলমুখ খোলা রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার। স্পেনের জার্সিতে এটি ছিল তার প্রথম গোল।

স্পেনের কাছে পাত্তা পেল না ক্রোয়েশিয়া
এনিয়ে চতুর্থবার ইউরোতে প্রথমার্ধেই তিন বা তার বেশি গোলে এগিয়ে যাওয়ার ঘটনা ঘটলো, তাও আবার ২৪ ঘণ্টার মধ্যেই হলো দুইবার। শুক্রবার জার্মানি হাফটাইমের আগে স্কটল্যান্ডের জালে তিনবার বল জড়ায়। আর ফ্রান্স ১৯৮৪ সালে বেলজিয়ামের বিপক্ষে ৩-০ ও ২০১৬ সালে আইসল্যান্ডের বিপক্ষে ৪-০ গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল।

এদিন ইউরোতে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের মর্যাদা অর্জন করা ১৬ বছর বয়সী ইয়ামাল ৫২ মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন। বক্সের মধ্যে থেকে তার বাঁ পায়ের শট ক্রোয়েশিয়ান কিপার ডমিনিক লিভাকোভিচ ঠেকিয়ে দেন।

চার মিনিট পর সেকেন্ডের ব্যবধানে ক্রোয়েশিয়ার দুটি সুযোগ নষ্ট হয়। কোভাচিচের কাটব্যাক থেকে জোসিপ স্তানিচিচের শট গোললাইনের সামনে ব্লক করেন মার্ক কুকুরেল্লা। ফিরতি বলে হেড করেছিলেন বুদিমির, এবার লাফিয়ে পাঞ্চ করে বল ফেরান সিমন।

৭৮ মিনিটে রদ্রির বিরুদ্ধে ব্রুনো পেতকোভিচকে ফাউরের অভিযোগ এনে পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে পেতকোভিচের শট সিমন ডানদিকে ঝাঁপিয়ে ঠেকালেও ইভান পেরিসিচ কাটব্যাক করেন। এবার আর পেতকোভিচ মিস করেননি, জালে বল জড়িয়ে দেন। কিন্তু ভিএআরে গোলটি বাতিল হয়। কারণ ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড শুট করার মুহূর্তে বক্সে ঢুকে পড়েন খেলোয়াড়রা।

তাতে বড় ব্যবধানে হার দিয়ে ইউরো শুরু করলো ক্রোয়েশিয়া। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বড় জয়ে শুরু হলো স্পেনের। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ ইতালি ও আলবেনিয়া রাতে মুখোমুখি হচ্ছে।



বিষয়: #


--- ---

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মোহাম্মদপুরে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা
তত্ত্বাবধায়ক বাতিলের রায় দিয়েই দেশে রাজনৈতিক সংকটের শুরু
বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে বৃষ্টির আভাস
মায়ানমার থেকে মাদকের বিনিময়ে সিমেন্ট পাচারকালে আটক ১১
স্বার্থসিদ্ধির জন্য নির্বাচন বিলম্ব করতে চাইছে একটি শ্রেণি: আমির খসরু
ডেঙ্গু আক্রান্ত ৭০ হাজার ছাড়াল
নির্বাচন ফেব্রুয়ারিতেই, তফসিল ডিসেম্বরে: ইসি আনোয়ারুল
শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি
সিলেটে বাসার ছাদে মিলল আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ
গণপিটুনিতে হত্যা চলছেই, বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও কারা হেফাজতে মৃত্যু