শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও।

Bojrokontho
বৃহস্পতিবার ● ৫ জুন ২০২৫
প্রথম পাতা » খেলা » চিলির বিপক্ষে খেলবেন মেসি?
প্রথম পাতা » খেলা » চিলির বিপক্ষে খেলবেন মেসি?
১৮৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৫ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চিলির বিপক্ষে খেলবেন মেসি?

চিলির বিপক্ষে খেলবেন মেসি?

স্পোর্টস ডেস্ক::

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার সকাল ৭টায় চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে সান্তিয়াগোতে বিশ্বচ্যাম্পিয়নদের আতিথ্য দেবে চিলি।

মেসিভক্তদের মনে কৌতুহল, আাগামীকাল আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে? কেননা মেসিকে ৭ সর্বশেষ মাস প্রিয় জার্সি গায়ে খেলতে দেখেননি তারা।

৩৭ বছর বয়সী মেসি সর্বশেষ জাতীয় দলে খেলেছেন গেল বছরের নভেম্বরে। এরপর পেশির চোটে মার্চ উইন্ডোতে বিশ্বচ্যাম্পিয়নদের দুই ম্যাচে (প্রতিপক্ষ উরুগুয়ে ও ব্রাজিল) অংশ নিতে পারেননি। তবে ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

চিলির ম্যাচটি তুলনামূলক কম গুরুত্বের হলেও ভক্তদের জন্য সুখবর হলো, আগামীকালের ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত মেসি।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা এমন একটি অবস্থানে আছি যেখানে নতুন কিছু চেষ্টা করা যায়। বাস্তবিক অর্থে, সে (মেসি) খেলতে প্রস্তুত রয়েছে। কিন্তু আমরা পরে সিদ্ধান্ত নেবো।’

মেসি শুরুর একাদশে থাকবেন কিনা, তা নিয়েও ভক্তদের কৌতুহল রয়েছে। যে কারণে এই বিষয়টি নিয়েও স্কালোনিকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তবে এ জবাব স্পষ্ট করে দিতে পারেননি স্কালোনি।

স্কালোনি বলেন, ‘আমরা সম্প্রতি মেসির সঙ্গে যোগাযোগ করেছি। সে শুরু থেকে খেলবে কি না, সেটা এখনো ঠিক করিনি। তার শারীরিক অবস্থা কেমন, সেটা জানা গুরুত্বপূর্ণ।’

বেশ কয়েকজন মূল খেলোয়াড় ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে আগামীকাল খেলতে পারবেন না। এর মধ্যে বেনফিকার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকায় চিলির বিপক্ষে ম্যাচ মিস করবেন। তার জায়গায় টটেনহ্যাম হটস্পারের ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গী হিসেবে লিওনার্দো বালারদি অথবা ফাকুন্দো মেদিনা দলে জায়গা পেতে পারেন।

আর্জেন্টিনার মিডফিল্ডেও বড় পরিবর্তন আসবে। কারণ, লিভারপুলের আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ইনজুরি এবং চেলসির এনজো ফার্নান্দেজ ও রোমার লিয়ান্দ্রো পারেদেস হলুদ কার্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ রয়েছেন।

চোট ও নিষেধাজ্ঞার কারণে অভিজ্ঞ কয়েকজন না থাকায় এটি তরুণ ও নতুন খেলোয়াড়দের জন্য বড় সুযোগ মনে করেন স্কালোনি। আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনেও এটি কাজে দিবে বলে ধারণা তার।

স্কালোনি বলেন, ‘আমাদের অনেক খেলোয়াড় বাইরে আছে। যাদের ডাক দিয়েছি এবং যারা ফিট রয়েছে, তাদের খেলার সুযোগ দেওয়া হবে। এখনো একাদশ ঠিক করিনি। কিন্তু এমন খেলোয়াড়দের মাঠে নামাব, যারা এখনো বেশি খেলার সুযোগ পায়নি; অথচ তারা এখন প্রস্তুত।’

তিনি যোগ করেন, ‘ফলাফল সবসময় গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহূর্তে তা অতটা জরুরি নয়। আমরা মূলত নতুনদের মানিয়ে নিতে সাহায্য করতে চাই, তাদের অভিজ্ঞতা দিতে চাই।’

৪৭ বছর বয়সী এই কোচ জোর দিয়ে বলেন, আর্জেন্টিনার মানসিকতা অপরিবর্তিত এবং ভালো পারফরম্যান্স দেওয়াই এখনো মূল লক্ষ্য।

স্কালোনি বলেন, ‘আমরা খেলতে চাই। নতুন খেলোয়াড়দের দেখা, এমনকি যারা ভালো করছে তাদেরও দেখা- সবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এমন নয় যে আমরা বেশি ম্যাচ খেলি, তাই এই ম্যাচ খেলতে চাই না। বরং আমরা মনে করি, এটি একটি ভালো ম্যাচ। কিছু চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আমরা ভালো অবস্থানে আছি।’



বিষয়: #  #  #  #


--- ---

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- ---
‘শাপলা কলি’ নয় ‘শাপলা’ চায় এনসিপি
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, শনাক্ত সহস্রাধিক
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৫৭০
নির্বাচনে প্রতি কেন্দ্রে থাকবে ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ মঙ্গলবার
দুই দশক পর জেইসি বৈঠকে বসল বাংলাদেশ-পাকিস্তান
শাপলা নয়, এনসিপিকে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
ভৈরবকে জেলা দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপ