বৃহস্পতিবার ● ৫ জুন ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » বিশ্বজুড়ে
বিশ্বজুড়ে

বিপুল চন্দ্র রায়::
প্রজাপতির মতো আমি
মেলবো দুটি ডানা।
ছুটে চলা তেপান্তরে আমি
মহাকালের রথের ঘোড়া।
পাখির মতো আমি
আকাশ পানে উড়ি।
আনন্দে মন ভরে
স্বপ্ন সবার তরে।
সন্ধ্যা আসে আঁধার নামে
বিধির সব খেলা।
বিশ্বজুড়ে রবির সুরে
বেজে ওঠে ভোর বেলা।
বিষয়: #বিশ্বজুড়ে




অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের স্নিগ্ধ দহন
ক্লান্ত পথের স্নিগ্ধ সু-গন্ধি
গেম ছাড়ো বই পড়ো
