

শনিবার ● ২৪ মে ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » মহাকালের কবি
মহাকালের কবি
বিপুল চন্দ্র রায়::
ওগো দ্রোহী কবি নজরুল
তুমি এক মহাকাল।
সাহিত্যের আসরে
তুমি এক প্রদীপ্ত মশাল।
ওগো দ্রোহী কবি নজরুল
তুমি সংগ্রামী অদম্য বীর।
তোমার গান কবিতা যত,
তুমি অমর রবে চিরদিন।