

শনিবার ● ২৪ মে ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » রাণীনগরে মাদক ব্যবসায়ীসহ দুইজন গ্রেফতার
রাণীনগরে মাদক ব্যবসায়ীসহ দুইজন গ্রেফতার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার একডালা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেশাজাতীয় ১২পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তানসিন খাঁন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক তানসিন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গুলিয়া কৃষ্ণপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। তার বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করা হয়েছে।
একই রাতে আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী চক-কুজাইল গ্রামের শাহাদত আলীর ছেলে ইমরান হোসেন (২৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বিষয়: #গ্রেফতার #দুইজন #ব্যবসায়ীসহ #মাদক #রাণীনগর